Sadio Mane Controversy: সাজঘরে সতীর্থ লেরয় সানে-কে ঘুসি মেরে কত ম্যাচের জন্য নির্বাসিত সাদিও মানে?
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার ম্যান সিটির কাছে উড়ে গিয়ছে বায়ার্ন। ম্যাচের পর সাজঘরে মারামারিতে জড়িয়ে পড়েন মিউনিখের দুই তারকা সাদিও মানে ও লেরয় সানে। এর জেরে শাস্তি পেয়েছেন মানে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবসময় নিজেকে প্রচারের আড়ালে রাখতেই পছন্দ করেন। মাঠ কিংবা মাঠের বাইরে তাঁকে মেজাজ হারাতে দেখা যায় না। তাঁকে নিয়ে কোনও বিতর্কও জন্ম নেয়নি। অথচ এহেন সাদিও মানে (Sadio Mane) এবার মেজাজ হারিয়ে বড়সড় বিতর্কে নিজেকে জড়িয়ে ফেললেন। চ্যাম্পিয়নস লিগে (Champions League 2023) ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হারতেই রদ্রমূর্তি ধারণ করলেন সেনেগালের (Senegal) তারকা স্ট্রাইকার। সাজঘরে দলের সতীর্থ লেরয় সানে-কে (Leroy Sane) ঘুসি মারলেন তিনি। ফলে তাঁকে এক ম্যাচ নির্বাসিত করল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার ম্যান সিটির কাছে উড়ে গিয়ছে বায়ার্ন। ম্যাচের পর সাজঘরে মারামারিতে জড়িয়ে পড়েন মিউনিখের দুই তারকা সাদিও মানে ও লেরয় সানে। এর জেরে শাস্তি পেয়েছেন মানে। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শেষদিকে তর্ক করতে দেখা যায় বায়ার্ন মিউনিখের দুই ফুটবলারকে। পরে সাজঘরে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। এরপর মেজাজ হারিয়ে সানের মুখে সজোরে ঘুষি মেরে বসেন মানে। এমন ঘটনা সবার সামনে আসতেই, তাঁদের ছাড়াতে এগিয়ে আসেন অন্য ফুটবলাররা।
আরও পড়ুন: খ্যাতির বিড়ম্বনা! চুরি গেল বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের অন্তর্বাস
এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানিয়েছে, 'হফেনহেইমের বিরুদ্ধে হোম ম্যাচের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে সাদিও মানেকে। ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচের পর তাঁর খারাপ আচরণের জন্য এই পদক্ষেপ নেওয়া হল। আন-স্পোর্টিং আচরণের জন্য সাদিও মানের জরিমানাও করা হবে।'
জার্মানির সংবাদমাধ্যম স্কাই জার্মানির দাবি, সাদিও মানের ঘুষির জন্য লেরয় সানের ঠোঁট ফেটে রক্ত বের হয়েছে। মিউনিখে পা রাখার পর লেরয় সানে টিম বাসে উঠলেও, পরে ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দর ছাড়েন সাদিও মানে। সতীর্থ থেকে মুহূর্তের ব্যবধানে যেন 'শত্রু' হয়ে গেলেন তাঁরা।
মারামারির ঘটনার পর বিল্ড, স্কাই জার্মানিসহ বেশ কিছু গণমাধ্যমে বলা হয়, সিটির কাছে হারের পর প্রচণ্ড বিতণ্ডায় জড়িয়ে পড়েন সাদিও মানে ও লেরয় সানে। সেই সময় সতীর্থরা তাঁদের আলাদা করার জন্য এগিয়ে আসেন। এর আগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শেষদিকে তাদের মাঠের ভেতরেই তর্ক করতে দেখা গিয়েছিল। আর এরপরেই ম্যাঞ্চেস্টার সিটি-র প্রাক্তন উইঙ্গার লেরয় সানের সজোরে মুখে ঘুষি মেরে বসেন সেনেগালের তারকা সাদিও মানে। ফলে তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)