নিজস্ব প্রতিবেদন : ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম এই সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম। স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ হতে প্রায় দীর্ঘ ৯ বছর সময় লেগেছে। এপ্রিলে পুরোপুরি কাজ শেষ করে আয়োজকদের কাছে হস্তান্তর করা হয়েছে স্টেডিয়ামটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গ্রুপ পর্ব থেকে নক আউট এমনকী সেমি ফাইনাল ও তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচও হবে এই সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে।


# সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ


* আসন সংখ্যা : ৬৮,১৩৪


 কোন কোন ম্যাচ রয়েছে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে

 


@ গ্রুপ পর্ব :


►মরক্কো বনাম ইরান (গ্রুপ-বি)
রাশিয়া বনাম মিশর (গ্রুপ-এ)
►ব্রাজিল বনাম কোস্টারিকা (গ্রুপ-ই)
নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা (গ্রুপ-ডি)

@ নক আউট পর্ব :


►রাউন্ড অব সিক্সটিন


►সেমিফাইনাল


►তৃতীয় স্থানের ম্যাচ 


 


আরও পড়ুন- বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' :কালিনিনগ্রাদ স্টেডিয়াম