জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি সাকিব আল হাসান (Shakib Al Hasan) বাংলাদেশের আইকন। ক্রিকেট খেলে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন আন্তর্জাতিক আঙিনায়। এখন আবার রাজনৈতিক নেতাও। বাংলাদেশে মাগুরা-১ থেকে ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতে সাংসদও হয়েছেন। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও বিশ্বের ২ নম্বর ওডিআই অলরাউন্ডার এখন পাকিস্তানে। বাংলাদেশ দুই ম্য়াচের টেস্ট খেলবে বাবর আজমদের বিরুদ্ধে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাকিব সম্প্রতি বেশ অস্থির সময়ের ভিতর দিয়েই যাচ্ছেন। গত ৫ অগাস্ট, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে, দেশ ছাড়ার পর থেকেই, সেই দেশের আন্দোলনকারীদের নিশানায় আওয়ামী লিগের নেতাকর্মীরা। এই রাজনৈতিক দলের হয়েই ভোটে জিতে সাকিব হয়েছিলেন সাংসদ। হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই সাকিবের কার্যালয়ে জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এখন তাঁদের টার্গেট খোদ সাকিব! সাকিব ভয় পেয়েছেন দেশে ফিরতেও।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)