ওয়েব ডেস্ক : রিও অলিম্পিকে ইতিহাস তৈরির পর থেকেই মিডিয়ার লাইমলাইটে তিনি। রিংয়ে একের পর এক প্যাঁচে বিপক্ষকে কাত্ করছে যে মেয়ে, তাঁর মন চুরি করল কে? পদক জয়ের পর পরই তাঁর দিকে উড়ে এসেছিল সেই প্রশ্ন। লাজুক হেসে এড়িয়ে গিয়েছিল মেয়ে। এবার সামনে এল তাঁর পরিচয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সাক্ষীর থেকে বয়সে ২ বছরের ছোট সত্যব্রত কাদিয়ান। গ্লাসগো কমনওয়েলথে রুপোজয়ী। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী। রোহতকে সত্যব্রতর বাবা সত্যয়নের একটি কুস্তি আখড়াও রয়েছে। সেই সত্যব্রতের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসবেন সাক্ষী। রিও অলিম্পিকে সাক্ষী রওনা দেওয়ার আগেই তাঁদের দুজনের বিয়ের পাকা কথা হয়ে যায় বলে জানিয়েছেন অলিম্পিয়ান কুস্তিগীরের ভাই।