Salman Khan Kolkata Concert, Dabang Tour, East Bengal, দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: কলকাতায় আসছেন সলমান খান। উত্তেজনায় ফুটছে মেগাস্টারের অনুরাগীরা। ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাবে সলমান খানকে নিয়ে শতবর্ষ উদযাপনের মেগা অনুষ্ঠান। সোমবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে এই অনুষ্ঠান উপলক্ষ্যে সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন আয়োজকদের তরফ থেকে রাজদীপ চক্রবর্তী এবং তার দল। ক্লাবের তরফে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন চার কর্তা- সহসচিব রূপক সাহা, শান্তি রঞ্জন দাশগুপ্ত, সদানন্দ মুখোপাধ্যায় এবং ফুটবল সচিব রজত গুহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন রূপক সাহা বলেন, ‘দু বছর আগে ইস্টবেঙ্গল ক্লাব যখন শতবর্ষের পরিকল্পনা করছিল, তখন সলমান খানকে নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। কিন্তু অতিমারির কারণে তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি এরপরে আমাদের কাছে আয়োজকরা যারা ইস্টবেঙ্গল পরিবারের সঙ্গে যুক্ত তারা আবেদন করতেই আমরা সবুজ সংকেত দিই শতবর্ষে না হওয়া সেই সলমান খানের অনুষ্ঠান করার জন্য। ১৩ মে সন্ধ্যায় ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে সেই অনুষ্ঠান হবে’।


আরও পড়ুন- East Bengal, Sergio Lobera: লোবেরা অভিযান শেষ ইস্টবেঙ্গলে, জানেন কেন?


অন্যদিকে আয়োজক রাজদীপ চক্রবর্তী বলেন, ‘কলকাতায় অরিজিৎ সিং কনসার্ট করেছি। আমরা জানতে পারি অতিমারির জন্য ইস্টবেঙ্গল শতবর্ষে এই শো টাই করতে পারে নি। ১২ মে সলমন আসবেন। রিহার্সাল হবে। টিকিটের জন্য কিয়স্ক হবে। মঙ্গলবার থেকেই টিকিট বিক্রি হবে। ১০০০ থেকে ২৫,০০০ টাকার টিকিট রয়েছে। দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে টিকিটের কিয়স্ক হবে। ১৫ হাজার দর্শক হবে বলে অনুমান তবে পুরসভা অনুমতি দিলে আরো দর্শক বাড়তে পারে। অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকেও শতবর্ষ স্মরণ রেখে কিছু অনুষ্ঠান হতে পারে। তাই চার ঘন্টার অনুষ্ঠানের সময়সূচী। যা সন্ধে সাড়ে পাঁচটার সময় শুরু হয়ে সাড়ে নটা অব্দি চলবে।’


আরও পড়ুন-Arijit Singh Viral Video: মঞ্চে মেজাজ হারিয়ে গালিগালাজ! অরিজিৎকে দেখে অবাক নেটপাড়া...


রাজদীপ আরও বলেন, ‘এই চার ঘণ্টার মধ্যেই মিউজিক্যাল ডান্স শো থাকবে, যা আড়াই থেকে তিন ঘন্টা সময়ের। সলমান খানের সঙ্গে থাকবেন সোনাক্ষী সিনহা , জ্যাকলিন ফার্নান্ডেজ,  প্রভু দেবা , গুরু রন্ধাওয়া, কামাল খানসহ আরও অনেকে। এর মধ্যে গান গাইবেন গুরু রন্ধাওয়া। ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যদের জন্য একটা কাউন্টার মঙ্গলবার থেকেই খোলা হবে। আমরা সদস্যদের জন্য ক্লাবে একটি কাউন্টার করছি, যেখান থেকে সদস্যরা 'আগে আসো, আগে সংগ্রহ করো' ভিত্তিতে টিকিটের মূল্যের ২৫ শতাংশ ছাড়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়াও অনলাইনে টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। শহরের উপকণ্ঠ বেশ কয়েকটি জায়গায় অনুষ্ঠানের আগে সাংবাদিক সম্মেলন করতে পারেন সলমান সহ অন্যান্য শিল্পীরা। এই অনুষ্ঠান থেকে যদি লাভ হয় তাহলে তার কিছুটা লভ্যাংশ ইস্টবেঙ্গল ক্লাবকে আমরা দান করব তার কারণ ক্লাব আগামী দিনে এগিয়ে যেতে চায় আর তার শরিক আমরাও। ইতোমধ্যেই সলমান খানের জন্য বিভিন্ন জঙ্গি সংগঠন তারা মৃত্যুর হুমকি দিচ্ছে সে কারণেই নিরাপত্তা কঠোর ব্যবস্থা থাকবে।’


  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)