ওয়েব ডেস্ক: রিও অলিম্পিকে শুভেচ্ছা দুত বিতর্ক নিয়ে ফের মুখ খুললেন বলিউড সুপার স্টার সলমন খান। এই সুলতান স্টারের দাবি বিতর্ক নিয়ে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। বরং বিতর্ক যদি আরও কিছুদিন চলত তাহলে ভাল হত বলে জানিয়েছেন সলমন। তাঁর দাবি বেশিদিন ধরে বিতর্ক চললে দেশের মানুষের মধ্যে অলিম্পিক আরও বেশি জনপ্রিয় হত। মজা করে সলমন জানিয়েছেন তাঁর স্বপ্নে জল ঢেলে দিয়েছেন এআর রহমান এবং সচিন তেন্ডুলকর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিও অলিম্পিকে ভারতীয় দলের শুভেচ্ছা দুত হিসাবে সলমন খানকে বেছে নিয়েছিল ভারতীয় অলিম্পিক সংস্থা। তারপর চারদিক থেকে সমালোচনার ঝড় ওঠে। সচিন, রহমানকে শুভেচ্ছা দুত করার পর বিতর্ক থামে।