ব্যুরো: যুব বিশ্বকাপের ফাইনাল হচ্ছে যুবভারতীতেই। আটাশে অক্টোবর যুব বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ছাড়াও বিশ্বকাপের আরও নয় ম্যাচ হবে এশিয়ার অন্যতম সেরা এই স্টেডিয়ামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খেলা পাগল শহর কলকাতা। এই বার্তা ফিফার কাছে আগেই ছিল । তার  উপর দফায় দফায় কলকাতা সফরে এই উন্মাদনা উপলব্ধি করেছেন ফিফার প্রতিনিধিরা। এছাড়া এত বড় স্টেডিয়াম, এত মানুষ একসাথে খেলা দেখতে পারেন । এর পাশাপাশিপরিকাঠামোও মুগ্ধ করেছে ফিফার প্রতিনিধিদের। তাই সবচেয়ে বেশী ম্যাচ দেওয়া পেল কলকাতা। সাথে অনুর্দ্ধ ১৭ বিশ্বকাপের  ফাইনাল । কলকাতায় সাংবাদিক সম্মেলনে এটাই ঘোষনা করেন টুর্ণামেন্ট কমিটির ডিরেক্টর জেভিয়ার সেপ্পি।


অনুর্দ্ধ ১৭ বিশ্বকাপের শেষ ল্যাপের প্রস্তুতি দেখতে ভারত সফরে ফিফার প্রতিনিধি দল। দেশের পাঁচটি স্টেডিয়াম পরিদর্শনের পর সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করেন ফিফার প্রতিনিধিরা। মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি,সম্প্রচার রুম, ভিভিআইপি এবং মিডিয়া বক্স সহ অনুশীলনের মাঠ সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে  পরীক্ষা করেন ফিফার প্রতিনিধিরা। কাজের অগ্রগতি দেখে ভীষন খুশী  ইভেন্ট কমিটির প্রধান আইমা ইয়ারজা।


অনুর্দ্ধ ১৭ বিশ্বকাপের ড্র  হবে ৭ জুলাই মুম্বইতে। সেদিন জানা যাবে কলকাতা কতগুলো ভারতের  ম্যাচ পাবে। তবে ইভেন্ট কমিটির প্রধান আইমা ইয়ারজা যুবভারতী ক্রীড়াঙ্গনকে মারাকানার সাথে তুলনা করে ইঙ্গিত দিয়ে গেলেন ভারতের অধিকাংশ ম্যাচ হবে কলকাতায়।