নিজস্ব প্রতিবেদন: যুক্তরাষ্ট্র ওপেন জুনিয়রের শেষ ষোলোয় উঠলেন সমীর বন্দ্যোপাধ্যায় (Samir Banerjee)। মার্কিনি বাঙালি টেনিস খেলোয়াড় প্রি-কোয়ার্টারে ওঠার লড়াইয়ে হারিয়েছেন জার্মানির ম্যাক্স হান্স রেবার্গকে। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সমীরের পক্ষে ফল ৬-০, ৬-৪। এক ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে নিউ জার্সির বাসিন্দাকে খুব একটা বেগ পেতে হয়নি ম্যাক্স হান্সকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: India vs England: রুটদের সঙ্গে খেলার মাঝেই মর্গ্যানদের বিরুদ্ধে মহারণের সূচি ঘোষিত



বুধবার অর্থাৎ আজ রাতে ম্যাক্স কাসিনোস্কির মুখোমুখি হবেন সমীর। গত জুলাই মাসে জুনিয়র উইম্বলডনের ফাইনাল জিতে ইতিহাস লিখেছিলেন সমীর বন্দ্যোপাধ্যায়। ফাইনালে মাত্র ১ ঘণ্টা ২২ মিনিটে  তার প্রতিদ্বন্দ্বী ভিক্টর লিলোভকে উড়িয়ে দিয়েছিলেন তিনি। সমীর ম্যাচ জিতে নেন ৭-৫, ৬-৩ ব্যবধানে। এবারও স্বপ্ন দেখাচ্ছেন সমীর। ১৯৯০ সালে ভারতের লিয়েন্ডার পেজ জিতেছিলেন জুনিয়র উইম্বলডনের ফাইনাল। পেজের বয়স ছিল ১৭। তাঁর আগে রমানাথন কৃষ্ণন এবং তাঁর ছেলে রমেশও জিতেছেন  জুনিয়র উইম্বলডন ফাইনাল। তারপর নাম থাকবে সমীরের।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)