ওয়েব ডেস্ক: 'দ্য রাইজ অব ওয়াল'! ক্রিকেট পেল জুনিয়র দ্রাবিড়। ২২ গজের সেই পুরনো দাপট, চোখ ধাঁধানো সেই কভার ড্রাইভ। প্রয়োজনে দেওয়ালের মত দাঁড়িয়ে থেকে 'সলিড ডিফেন্স'। কর্নাটকে জুনিয়র দ্রাবিড়ের শতরানে ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ছায়া দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অনূর্ধ্ব ১৯ দলের কোচ তথা কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের ছেলে সমিতের ব্যাটের জোরে বিরাট জয় পেল মালিয়া ইন্টারন্যাশনাল স্কুল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দু'হাতে বল করে বিশ্বকে চমকে দিলেন মেন্ডিস


প্রথমে ব্যাট করতে নেমে দ্রাবিড় পুত্র সমিত এবং ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুনীল জোশির ছেলে আরিয়ানের যুগলবন্দিতে রানের পাহাড়ে পৌঁছে যায় মালিয়া ইন্টারন্যাশনাল স্কুল। ১৫০ রানের ইনিংস খেলে ১৪ বছরের সমিত ২২ গজে ফিরিয়ে আনেন 'দ্রাবড়ীয় যুগ'। দ্রাবিড় পুত্রের যোগ্য সঙ্গত দেয় আরিয়ানও (১৫৪)। এই দুই খুদের ব্যাটিং তাণ্ডবে দল পৌঁছয় ৫০০ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৮৮ রানেই গুটিয়ে যায় বিবেকানন্দ বিদ্যালয়। 


আরও পড়ুন-  আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলবে ভারত


ক্রিকেটের পরিভাষায় সমিত একজন 'কপি বুক' ক্রিকেটার। মাথা, শরীরের নিয়ন্ত্রণ এবং ব্যাটিং স্টাইল সবতেই দ্রাবিড়ের ছায়া এই খুদে ক্রিকেটারের। অনূর্ধ্ব ১৪ তো বটেই অনূর্ধ্ব ১২ ক্রিকেটেও ধারাবাহিক ভাবে রান করেছে সমিত। ২০১৫ সালে গোপালন ক্রিকেট চ্যালেঞ্জ প্রতিযোগিতায় সেরা ব্যাটসম্যানের শিরোপা জিতেছিল দ্রাবিড় পুত্র।