ট্রফি আর দু ধাপ দূরে সানিয়া-হিঙ্গিসদের
উইম্বলডনের পর এবার ইউএস ওপেনেও ছুটছে সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটির দৌড়। মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের ইয়ং চ্যাং-চিং চ্যাং জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন সানিয়া-হিঙ্গিস। ৮৫ মিনিটের মধ্যেই এই ম্যাচ জিতে নিয়ে সেমিফাইনালে উঠল ইন্দো-সুইস জুটি। সানিয়ারা জিতলেন ৭-৬, ৬-১। প্রথমে সেটে সানিয়াদের বেগ দিলেও তাইপের মেয়েরা দ্বিতীয় সেটে খেলা থেকে হারিয়ে যায়। বছরের শেষ গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে ওঠার পর সানিয়া বললেন, `আমরা দারুণ খেলছি। তবে দু একটা জায়গায় আমাদের খেলায় উন্নতির দরকার আছে।`
ওয়েব ডেস্ক: উইম্বলডনের পর এবার ইউএস ওপেনেও ছুটছে সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটির দৌড়। মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের ইয়ং চ্যাং-চিং চ্যাং জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন সানিয়া-হিঙ্গিস। ৮৫ মিনিটের মধ্যেই এই ম্যাচ জিতে নিয়ে সেমিফাইনালে উঠল ইন্দো-সুইস জুটি। সানিয়ারা জিতলেন ৭-৬, ৬-১। প্রথমে সেটে সানিয়াদের বেগ দিলেও তাইপের মেয়েরা দ্বিতীয় সেটে খেলা থেকে হারিয়ে যায়। বছরের শেষ গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে ওঠার পর সানিয়া বললেন, 'আমরা দারুণ খেলছি। তবে দু একটা জায়গায় আমাদের খেলায় উন্নতির দরকার আছে।'
ফাইনালে ওঠার ম্যাচে সানিয়া-হিঙ্গিসদের সামনে কঠিন প্রতিপক্ষ। সেমিতে সানিয়ারা খেলবেন সারা ইরানি-ফ্লাভিয়া পানেত্তার বিরুদ্ধে। এদিকে, মিক্সড ডাবলসের সেমিফাইনালে লিয়েন্ডার-হিঙ্গিসের মুখোমুখি রোহন বোপান্না-ইয়ং চ্যাং জুটি।