টানা ২৮ ম্যাচ জেতার রেকর্ড ভেঙে `সান্টিনা` ২৯*, সামনে লক্ষ্য ৪৪
দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন, জিতবেন বলেই দৌড় শুরুও করেছেন। হেরে যাচ্ছেন হেরে যাচ্ছেন করেও চ্যাম্পিয়ন আপনি। ১০০ মিটার। ২০০ মিটার। ৪০০ মিটার। ১৬০০ মিটার কিংবা ম্যারাথন দৌড়। প্রতিবার জয় করে করে, জয়টা যদি ২৯ বার হয়, সেটা কতটা আনন্দের আর কতটা কঠিন পেরিয়ে সোজা হয়েছে, তা আশা করি আন্দাজ করাই যাচ্ছে। যে কোনও ফরম্যাট, যে কোনও খেলায় একটানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার কৃতিত্ব হাতে গোনা। টেনিস কোর্টে ডাবলসে এই অবিশ্বাস্য নজির ২ বার হয়েছে। একটা সংখ্যা ২৮। অন্যটি ৪৪। প্রথমটি ভেঙে ফেলেছেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস। ইন্দো-সুইস জুটি WTA-এ প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন ২৯ তম ম্যাচ জিতে। নভোতনা ও সুকোভা ১৯৯০ থেকে ১৯৯৪ সাল-এই সময়ের শ্রেষ্ঠ উওমেন ডাবলস জুটি একটানা জিতেছিল ৪৪ ম্যাচ। ইন্দো-সুইস জুটি এই রেকর্ড ভাঙার থেকে মাত্র ১৬ ম্যাচ দূরে। একথা স্মরণ করতেই হয়, এই কৃতিত্ব প্রথমবার অর্জন করছেন প্রথম ভারতীয়। ভারতের বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা না করলেও, কোনও ভাবেই এর কৃতিত্ব কম নয়। কারণ একটাই, এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে প্রচলিত খেলা, সেটা ফুটবল, ক্রিকেট, হকি কিংবা যেকোনও দলগত খেলায় ভারতের কেউ কখনও একটানা ২৯ ম্যাচ জেতার কৃতিত্ব গড়তে পারেননি।
ওয়েব ডেস্ক: দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন, জিতবেন বলেই দৌড় শুরুও করেছেন। হেরে যাচ্ছেন হেরে যাচ্ছেন করেও চ্যাম্পিয়ন আপনি। ১০০ মিটার। ২০০ মিটার। ৪০০ মিটার। ১৬০০ মিটার কিংবা ম্যারাথন দৌড়। প্রতিবার জয় করে করে, জয়টা যদি ২৯ বার হয়, সেটা কতটা আনন্দের আর কতটা কঠিন পেরিয়ে সোজা হয়েছে, তা আশা করি আন্দাজ করাই যাচ্ছে। যে কোনও ফরম্যাট, যে কোনও খেলায় একটানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার কৃতিত্ব হাতে গোনা। টেনিস কোর্টে ডাবলসে এই অবিশ্বাস্য নজির ২ বার হয়েছে। একটা সংখ্যা ২৮। অন্যটি ৪৪। প্রথমটি ভেঙে ফেলেছেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস। ইন্দো-সুইস জুটি WTA-এ প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন ২৯ তম ম্যাচ জিতে। নভোতনা ও সুকোভা ১৯৯০ থেকে ১৯৯৪ সাল-এই সময়ের শ্রেষ্ঠ উওমেন ডাবলস জুটি একটানা জিতেছিল ৪৪ ম্যাচ। ইন্দো-সুইস জুটি এই রেকর্ড ভাঙার থেকে মাত্র ১৬ ম্যাচ দূরে। একথা স্মরণ করতেই হয়, এই কৃতিত্ব প্রথমবার অর্জন করছেন প্রথম ভারতীয়। ভারতের বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা না করলেও, কোনও ভাবেই এর কৃতিত্ব কম নয়। কারণ একটাই, এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে প্রচলিত খেলা, সেটা ফুটবল, ক্রিকেট, হকি কিংবা যেকোনও দলগত খেলায় ভারতের কেউ কখনও একটানা ২৯ ম্যাচ জেতার কৃতিত্ব গড়তে পারেননি।