ওয়েব ডেস্ক : টেনিসে পদক জয়ের আশা থেকে ছিকটে গেল ভারত। ব্রঞ্জ পদকের জন্য লড়াইয়ে ডাবলস্-এ চেক প্রজাতন্ত্রের কাছে আজ হেরে গেল সানিয়া মির্জা-রোহন বোপান্না জুটি। আর তারা ১-৬, ৫-৭ সেটে হেরে যান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সেমিতে হেরে সোনার স্বপ্ন শেষ, আজ ব্রোঞ্জ জেতার লড়াইয়ে সানিয়া-রোহন


ভারত রত্ন সচিনের আবেদনে সাড়া দিলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লার ভাষণে রিও অলিম্পিক্স-এ দেশের অ্যাথলিটদের জন্য কিছু বলার আবেদন জানান সচিন তেন্ডুলকর। কিছুক্ষনের মধ্যে প্রধানমন্ত্রীর জবাবও পেয়ে যান। প্রধানমন্ত্রী লিখেছেন, সচিনের বক্তব্য প্রশংসনীয়। এখনও পর্যন্ত যা ফল হয়েছে, তা নিয়ে না ভেবে নিজেদের সেরাটা দেওয়ার জন্য ভারতীয় অ্যাথলিটদের তিনি আবেদন জানাচ্ছেন। অ্যাথলিটদের সহনশীলতা, সঙ্কল্প ও অঙ্গীকারে সারা দেশ গর্বিত। যাঁরা ব্যর্থ হয়েছেন, মেডেল পাননি, তাঁদের মোটিভেট করতেই প্রধানমন্ত্রীকে দু-চার কথা বলার আবেদন জানান মাস্টার ব্লাস্টার। সচিনের আবেদনে দ্রুত সাড়া দেন মোদী।