নিজস্ব প্রতিবেদন:  টেনিস কোর্ট ছেড়ে এবার কি তবে অভিনয়ে! সিনে দুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে ভারতীয় টেনিসের গ্ল্যামারগার্ল সানিয়া মির্জার। রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন তিনি। তবে বড় পর্দা নয়, ছোট পর্দায় অভিষেক হতে চলেছে সানিয়ার। টিবি বা যক্ষা রোগের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর জন্য 'এমটিভি নিষেধ অ্যালোন টুগেদার' নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন সানিয়া মির্জা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিসংখ্যান বলছে, আমাদের দেশে ৩০ বছরের নিচে যাদের বয়স, তাদের ৫০% টিবি রোগে আক্রান্ত। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং রোগ সম্পর্কে চিন্তাধারা বদলাতেই আসছে এই ওয়েব সিরিজ। সদ্য বিবাহিত দম্পতি ভিকি এবং মেঘার জীবনের নানান সমস্যা এবং টানাপোড়েন এই ওয়েব সিরিজের মূল বিষয়। লকডাউন এর ফলে তাদের জীবনেও নানা সমস্যা সামনে এসেছে। করোনার সঙ্গে যক্ষা রোগে আক্রান্তদের অবস্থা আরও খারাপ হয়। পাঁচটি পর্বে দেখানো হবে এই ওয়েব সিরিজ।


নভেম্বরের শেষ সপ্তাহে এমটিভি ইন্ডিয়া এবং এমটিভি নিষেধের সোশ্যাল মিডিয়া পেজে পাঁচ পর্বের এই ওয়েব সিরিজ লঞ্চ হবে।


 


আরও পড়ুন - শাকিবের নিরাপত্তায় এবার 'গানম্যান' নিয়োগ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড