Sania Mirza | Exclusive ZEE ২৪ ঘণ্টা: টেনিসের গ্ল্যামগার্ল কি এবার বড়পর্দায়? বড় আপডেট দিলেন সানিয়া
Sania Mirza`s take on her Biopic Exclusive on ZEE 24 Ghanta: সানিয়া মির্জা সদ্যই গ্র্য়ান্ড স্ল্যাম কেরিয়ারে ইতি টেনেছেন। এবার সানিয়াকে কি বড়পর্দায় দেখা যাবে? জি ২৪ ঘণ্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সানিয়া দিলেন বড় আপডেট।
অর্কদীপ্ত মুখোপাধ্যায়: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) মিক্সড ডাবলসের ফাইনালে উঠেও, হৃদয় ভাঙে সানিয়া মির্জার (Sania Mirza)। প্রিয় পার্টনার রোহন বোপান্নার (Rohan Bopanna) সঙ্গে জুটি বেঁধে ফাইনাল হার্ডল আর পার করা হয়নি। ৬-৭, ২-৬ ব্যবধানে তাঁরা হারেন ব্রাজিলিয়ান জুটি লুসিয়া স্টেফানি (Luisa Stefani) ও রাফায়েল ম্যাটোসের (Rafael Matos) কাছে। রড লেভার এরিনা থেকে চোখের জলে বিদায় নিয়েছেন সানিয়া। ছ'বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মেলবোর্নে দাঁড়িয়েই তাঁর বর্ণময় গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ারের ইতি টেনেছেন। টেনিসের গ্ল্য়ামগার্ল কথা বললেন জি ২৪ ঘণ্টার (ZEE ২৪ ঘণ্টা) সঙ্গে। গ্র্যান্ড স্ল্যাম থেকে অবসর নেওয়ার পর, এই প্রথম কোনও ভারতীয় চ্যানেলের সঙ্গে কথা বললেন সানিয়া। জি ২৪ ঘণ্টার প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়কে দুবাই থেকে ভিডিয়ো সাক্ষাৎকার দিয়েছেন সানিয়া। এখন প্রশ্ন, টেনিসের গ্ল্য়ামগার্লকে কি এবার বড়পর্দায় দেখা যাবে? বড় আপডেট দিলেন সানিয়া নিজেই।
সানিয়ার কাছে প্রশ্ন ছিল, 'অনেক খেলোয়াড়দের নিয়েই বলিউডে বায়োপিক হয়েছে, আপনার কাছে কি বায়োপিকের কোনও প্রস্তাব এসেছে?' সানিয়া উত্তরে বলেন, 'হ্যাঁ, কথাবার্তা চলছে, তবে এখন আমি সে ব্য়াপারে প্রকাশ্যে কিছু বলতে পারব না।' ভারতে একাধিক ক্রীড়া ব্যক্তিত্বের ওপর বায়োপিক হয়েছে। এমএস ধোনি থেকে শুরু করে মিলখা সিং। এমনকী মহিলা ক্রীড়াবিদদের জীবনও ফুটিয়ে তোলা হয়েছে বড় পর্দায়। কিংবদন্তি বক্সার মেরি কমের বায়োপিকে পর্দার মেরি হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। 'দঙ্গল'-এ বলা হয়েছে কুস্তির ফোগাট বোনদের গল্প। কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজকে নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে 'সাবাশ মিঠু'। সৃজিত মুখোপাধ্যায়ের বলি ডেবিউতে মিতালির ভূমিকায় পাওয়া গিয়েছিল তাপসী পান্নুকে। ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিংও শেষ হয়ে গিয়েছে। ঝুলনের ভূমিকায় পাওয়া যাবে অনুষ্কা শর্মাকে। এখন দেখার সানিয়ার বায়োপিকে কোন অভিনেত্রীকে দেখা যায়। ২০১৯ সালে সানিয়া জানিয়ে ছিলেন যে, তাঁকে নিয়ে বায়োপিক হতে পারে। তিনি চেয়েছিলেন প্রিয় বান্ধবী পরিণীতি চোপড়া তাঁকে পর্দায় ফুটিয়ে তুলুক। তবে পরিণীতা যেহেতু সাইনা নেহওয়ালের বায়োপিক 'সাইনা'-তে অভিনয় করেছেন, সেহেতু সম্ভবত পরিচালক অন্য় কোন মুখই বেছে নেবেন।