ব্যুরো: জিতলেন সানিয়া মির্জা। হারলেন রোহন বোপান্না। বার্বারা স্ট্রাইকোভাকে সঙ্গে নিয়ে ইউএস ওপেনে মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন সানিয়া। ভারতীয়-চেক জুটি স্ট্রেট সেটে নিরোলে গিব্বস ও নাও হিবিনোকে হারিয়ে শেষ আটে জায়গা পাকা করলেন। সানিয়া জিতলেও মিক্সড ডাবলসে হেরে গেল বোপান্না-ডাবরোস্কি জুটি। শেষ সেটে সুপার টাইব্রেকারে হেরে ছিটকে গেলেন বোপান্নারা।


নজির গড়লেন সেরেনা উইলিয়ামস। গ্র্যান্ডস্লামে সর্বাধিক ম্যাচ জেতার নজির গড়লেন উইলিয়ামসদের ছোট বোন। ৩০৮টা ম্যাচ জিতে কিংবদন্তি রজার ফেডেরারকে পেছনে ফেলে দিলেন সেরেনা। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই নয়া কীর্তি গড়ে ফেলেন ইউএস ওপেনের শীর্ষবাছাই। স্ট্রেট সেটে হারান শেভেডোভাকে। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের ম্যাচ জিতে গ্র্যান্ডস্লামে প্রথম জয় পেয়েছিলেন। প্রায় দু দশক পর গ্র্যান্ডস্লামে নিজের ৩০৮তম জয়টি পেলেন তিনি।