ক্যারিবিয়ান সফরে নির্বাচকদের ভূমিকা নিয়ে চড়া মেজাজে কথা বলেছেন সঞ্জয় বাঙ্গার?
পাঁচ বছর ধরে কোহলিদের সংসারে ব্যাটিং কোচের ভূমিকায় ছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : ক্যারিবিয়ান সফরে জাতীয় নির্বাচক দেবাং গান্ধীর সঙ্গে নাকি উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। ক্যারিবিয়ান সফর চলাকালীনই চাকরি খোয়ানোর খবর পান সঞ্জয় বাঙ্গার। আর তাতেই মেজাজ হারান বাঙ্গার, সূত্রের খবর এমনই।
পাঁচ বছর ধরে কোহলিদের সংসারে ব্যাটিং কোচের ভূমিকায় ছিলেন তিনি। বাঙ্গারকে সরিয়ে বিক্রম রাঠোরকে ব্যাটিং কোচের পদে বেছে নেন নির্বাচকরা। সূত্রের খবর, ক্যারিবিয়ান সফরের মাঝে একদিন সন্ধেবেলায় দেবাং গান্ধীর ঘরে গিয়ে নির্বাচকদের ভূমিকা নিয়ে চড়া মেজাজে কথা বলেন সঞ্জয় বাঙ্গার।
আরও পড়ুন - আজ গুয়াহাটিতে কাতার বিশ্বকাপের যোগ্যতা পর্বে অভিযান শুরু করছে সুনীলরা
বাঙ্গার নাকি এও জানান, নির্বাচকেরা যদি তাঁকে কোহলিদের ব্যাটিং কোচের যোগ্য মনে না করেন, তাহলে অন্তত তাঁকে এনসিএ-র কোনও পদে চাকরি দেওয়া হয়। সঞ্জয় বাঙ্গারের এই আচরণ বোর্ডের প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাইয়ের কানেও এসে পৌঁছেছে।