জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: জুন মাসে ওভালের (The Oval) বাইশ গজে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC World Test Championship Final 2023) খেলতে হলে, অস্ট্রেলিয়াকে (Australia) ঘরের মাঠে হারাতেই হবে। টিম ইন্ডিয়া (Team India) হারলে মেগা ফাইনাল খেলার কোনও আশাই নেই। এমনকি ড্র করলেও চলবে না। এমনই তথ্য জানত ক্রিকেট দুনিয়া। তবে সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) অন্য দাবি করে বসলেন। তাঁর বক্তব্য চলতি বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy 2023) শেষ টেস্ট না জিতলেও, ফের একবার বিশ্ব টেস্ট ফাইনাল (ICC World Test Championship Final) খেলার সুযোগ পাবে রোহিত শর্মার (Rohit Sharma) দল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু কেন এমন মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ব্যাটার? মঞ্জরেকর বলেন, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। কারণ নিউজিল্যান্ডকে হারানোর ক্ষমতা শ্রীলঙ্কার নেই। তাই আমার বিশ্বাস ভারতীয় দল ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে।" 


আরও পড়ুন: Babar Azam, PSL 2023: বাইশ গজে শতরানের 'বাবরনামা' লেখার পরেও, ব্যাপক সমালোচিত পাক অধিনায়ক! কিন্তু কেন?


আরও পড়ুন: Rishabh Pant, BGT 2023: মাঠ থেকে অনেক দূরে থাকলেও ট্রেন্ডিংয়ে ঋষভ পন্থ! কিন্তু কেন?


ভারতের বিশ্ব টেস্ট ফাইনালে টিকিট পাওয়ার পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। ভারত যদি সিরিজের শেষ টেস্ট হারে কিংবা বা করে, আর অন্যদিকে শ্রীলঙ্কা যদি ২-০ ব্যবধানে টিম সাউদি-কেন উইলিয়ামসনদের তাদের ঘরের মাঠে হারাতে পারে, তাহলে প্যাট কামিন্সদের বিরুদ্ধে ফাইনাল খেলবে শ্রীলঙ্কা। এদিকে বৃহস্পতিবার থেকে কিউইদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমেছে শ্রীলঙ্কা। ক্রাইসচার্চ টেস্টের প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ৬ উইকেটে ৩০৫ রান তুলে ফেলেছেন কুশল মেন্ডিস- অ্যাঞ্জেলো ম্যাথুইজরা। ফলে বাকি চারদিন যথেষ্ট রোমাঞ্চ বজায় থাকবে। তবুও সঞ্জয়ের দাবি, শ্রীলঙ্কার পক্ষে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো সম্ভব নয়! 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)