নিজস্ব প্রতিবেদন: বারবার বিতর্কিত এবং বেলাগাম মন্তব্য করে বিসিসিআই-এর কমেন্ট্রি প্যানেল থেকে বাদ পড়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। ক্ষমা চেয়েও কাজ হয়নি। এমনকি আমিরশাহিতে আইপিএলে বোর্ডের ধারাভাষ্যকার হিসেবে দেখা যায়নি তাঁকে। শেষ পর্যন্ত ভারত-অস্ট্রেলিয়া সিরিজে আবার ধারাভাষ্যকার হিসেবে ফিরতে চলেছেন সঞ্জয় মঞ্জরেকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



করোনা আতঙ্কের মাঝেই মার্চ মাসে আচমকাই বোর্ডের কমেন্ট্রি প্যানেল থেকে বাদ পড়েন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। এরপর ক্ষমা চেয়ে বোর্ডকে চিঠি দেন তিনি। আইপিএল-এর তোড়জোড় শুরু হতেই জুলাই মাসে ক্ষমা চেয়ে বোর্ডের কাছে তাঁর পুরনো চাকরি (ধারাভাষ্যকার) ফিরে পেতে চিঠি লিখেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। কিন্তু সেই চিঠি কাজে দেয়নি। ২০২০ সালে বোর্ডের আইপিএল কমেন্ট্রি টিমে জায়গা হয়নি ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর‍ের। বোর্ডের কমেন্ট্রি টিমের কোড অফ কন্ডাক্ট তিনি বজায় রাখবেন বলেও নাকি প্রতিশ্রুতি দেন। কিন্তু তাতে কাজ হয়নি।


 


আরও পড়ুন - করোনা আবহেও ক্যাঙারুর দেশে টিকিটের হাহাকার! নিমেষে উধাও ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টিকিট