জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2024) অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছিল রাজস্থান রয়্য়ালস (Rajasthan Royals)। টানা চার ম্য়াচ জিতে লিগ রাঙিয়ে দিয়েছিলেন সঞ্জু স্য়ামসনরা (Sanju Samson)। কিন্তু গত বুধবার রাজস্থানের জয়ের চাকা বসে যায় নিজেদের ঘরের মাঠ জয়পুরে। শেষ বলের থ্রিলারে গুজরাত টাইটান্স তিন উইকেটে হারিয়ে দেয় রাজস্থানকে (RR vs GT, IPL 2024)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Hardik Pandya: আইপিএলের মাঝেই বাড়ল রক্তচাপ, কোটি কোটি টাকার প্রতারণা! গ্রেফতার হার্দিকের ভাই


হারের ধাক্কার সঙ্গেই আর্থিক ক্ষতির মুখেও পড়তে হল সঞ্জুকে। স্লো ওভার রেটের দায়ে সঞ্জুকে দিতে হয়েছে ১২ লক্ষ টাকা জরিমানা। আইপিএলের আচরণবিধি অনুযায়ী এই শাস্তি ভোগ করতে হচ্ছে কেরলের নায়ককে। আইপিএল বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে। চলতি আইপিএলে এর আগে একই অপরাধের শাস্তি ভোগ করেছেন গুজরাত অধিনায়ক শুভমন গিলও। সঞ্জুর টিম যদি চলতি আইপিএলে ফের একবার এই দোষ করে, তাহলে অধিনায়ককে এক ম্য়াচ নির্বাসিত করা হতে পারে। ফলে সঞ্জুকে সতর্ক থাকতে হবে আরও অনেক বেশি। যদিও এই হারে সঞ্জুদের কোনও ফারাক পড়েনি। তারা মগডালেই ছিলেন, সেখানেই আছেন। পাঁচ ম্য়াচে আট পয়েন্ট নিয়ে একেই রাজস্থান।


আরও পড়ুন: Virat Kohli | MI vs RCB | IPL 2024: কিং কোহলির সামনে জোড়া মাইলস্টোন! অপেক্ষায় সাগরপারের স্টেডিয়াম...


 



 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)