Santosh Trophy 2022-23: সন্তোষ ট্রফির মূলপর্বে কঠিন গ্রুপে বাংলা
মূলপর্বে মোট ১২টি দল খেলবে। ৬টি করে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘বি’-তে বাংলার সঙ্গে রয়েছে শক্তিশালী দল সার্ভিসেস, রেলওয়ে, মেঘালয়। এছাড়াও আছে দিল্লি ও গ্রুপ ২/৬ রানার্স আপ দল।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রাথমিক পর্বের বাধা টপকালেও, এবারের সন্তোষ ট্রফির (Santosh Trophy 2022-23) মূলপর্বের কঠিন গ্রুপে রয়েছে বাংলা (Bengal)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) চূড়ান্ত দুটি গ্রুপ ও ম্যাচের ক্রীড়াসূচি ঘোষণা করেছে। বাংলা গ্রুপ 'বি'-তে রয়েছে। সেটাকে নিঃসন্দেহে ‘গ্রুপ অফ ডেথ’ বলা যেতেই পারে। কোয়ালিফাইং রাউন্ডে যতটা সহজ গ্রুপে ছিল, মূলপর্বে ঠিক ততটাই কঠিন গ্রুপে বাংলা। এবার কঠিন পরীক্ষায় বসতে হবে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য (Biswajit Bhattacharya) থেকে নরহরি, রবি,সুরজিৎদের।
মূলপর্বে মোট ১২টি দল খেলবে। ৬টি করে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘বি’-তে বাংলার সঙ্গে রয়েছে শক্তিশালী দল সার্ভিসেস, রেলওয়ে, মেঘালয়। এছাড়াও আছে দিল্লি ও গ্রুপ ২/৬ রানার্স আপ দল। গ্রুপ ‘এ’তে আছে কেরালা,গোয়া,মহারাষ্ট্র, কর্নাটক,ওড়িশা ও গ্রুপ ৫ এর উইনার দল। দুটি গ্রুপ থেকে ২টি করে মোট ৪টি দল উঠবে। সেই চারটি দল খেলবে সেমিফাইনাল। এবারের সন্তোষ ট্রফির মূলপর্বের খেলাগুলি হবে ওড়িশাতে।
এবার নতুন ফরম্যাট সন্তোষ ট্রফি হচ্ছে। কোয়ালিফাইং রাউন্ডের থেকেও মূলপর্বের খেলাগুলি খুবই ভালো হবে। মূলপর্বের খেলা শেষ হলে, সেই মাসেই দুবাইতে দুটি সেমিফাইনাল, তৃতীয় ও চতুর্থ স্থান নির্ণায়ক ম্যাচ এবং ফাইনাল ম্যাচ হবে।
আরও পড়ুন: Ranji Trophy 2022-23: আকাশ দীপের দুই ইনিংসে ১০ উইকেট, হরিয়ানাকে হেলায় হারিয়ে নক আউটে বাংলা
একনজরে দেখে নিন বাংলা দলের ক্রীড়াসূচি –
১১ ফেব্রুয়ারি – বাংলা বনাম দিল্লি
১৩ ফেব্রুয়ারি – বাংলা বনাম সার্ভিসেস
১৫ ফেব্রুয়ারি – বাংলা বনাম রানার্স আপ গ্রুপ ২/৫
১৮ ফেব্রুয়ারি – বাংলা বনাম রেলওয়ে
২০ ফেব্রুয়ারি – বাংলা বনাম মেঘালয়
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)