জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরের শেষ দিনেও জয়-জয়কার বাংলার। মঙ্গলবার শক্তিশালী কেরালাকে হারিয়ে ৩৩তম ট্রফি তুলল বাংলা। ছ’বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা। ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরসুমে এই সন্তোষ ট্রফি ফাইনালে কেরালার কাছে হেরে গিয়েছিল বাংলা। দু'বারই টাইব্রেকারে হারতে হয় বাংলাকে। আজকের ম্যাচেও ঠিক একই দিকে যাচ্ছিল বাংলা। কিন্তু অবশেষে সঞ্জয় সেনের দলের পক্ষ থেকে ৯০+৪ মিনিটে রবি হাঁসদার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ফুটবল টিমকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, '৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর, বঙ্গ ফুটবল ২০২৫ সাল শুরু করেছে একটি ঐতিহাসিক মুহূর্ত দিয়ে, পুনরুদ্ধার করেছে প্রখ্যাত সন্তোষ ট্রফি, যা ৩৩ তম বার জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে! এই অসাধারণ জয়টি অর্জিত হয়েছে রবি হাঁসদার দুর্দান্ত এক গোলের মাধ্যমে, যিনি ১৩ গোল করে গোল্ডেন বুটও জয় করেছেন। কোচ সঞ্জয় সেন, অধিনায়ক চাকু মাণ্ডি, পুরো দল, এবং ব্যবস্থাপনা, কোচিং ও প্রশিক্ষণ স্টাফদের এই ঐতিহাসিক অর্জনের জন্য জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা আজও ভারতীয় ফুটবলের প্রাণকেন্দ্র হিসেবে উজ্জ্বল। আরও বহু গৌরবময় মুহূর্তের আশা রইল!' তবে গত মরশুমে বাংলাকে বিদায় নিতে হয়েছে, একেবারে প্রাথমিক রাউন্ড থেকেই। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান। হায়দরাবাদের গাচ্চিবৌলি স্টেডিয়ামে আক্রমণাত্মক মুডে ছিল বাংলা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে ম্যাচের নায়ক সেই রবি হাঁসদা।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)