জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরের শেষ রবিবারের জয় জয়কার বাংলার। এদিন সার্ভিসেসকে উড়িয়ে সন্তোষের ফাইনালে চলে গেল সঞ্জয় সেনের শিষ্যরা। সেমিফাইনালে ৪-২ গোলে জিতল বাংলা। ৮ বছর পর ফের ট্রফিজয়ের সুযোগ বাংলার। জোড়া গোল করেন রবি হাঁসদা এবং বাকি দুটি মনোতোষ মাজি এবং নরহরি শ্রেষ্ঠার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: BGT 2024-25: বিরাট লিড, ভারতকে ভাঙতে হবে ৯৬ বছরের রেকর্ড! নীল আগুন জ্বালিয়ে ইতিহাস কি হবে?


এদিন হায়দরাবাদের বালাযোগী স্টেডিয়ামে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলা। ১৭ মিনিটে সার্ভিসেসের জালে বল জড়িয়ে দেন মনোতোষ মাজি। প্রথমার্ধের সংযুক্তি সময়ে ব্যবধান বাড়ান রবি হাঁসদা। একেবারে শেষ মুহূর্তে সার্ভিসেসের রক্ষণের ভুলে ৩-০ করেন নরহরি শ্রেষ্ঠা। দ্বিতীয়ার্ধে মাঝমাঠে অসংখ্য ভুল পাসও দেখা যায়। যার সুযোগ নিয়ে ৫৩ মিনিটে ব্যবধান কমায় সার্ভিসেস। ৭২ মিনিটে পাল্টা গোল খেতে হয় বাংলাকে। ফলে চাপ আরও বাড়ে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৪-২ করেন রবি। ম্যাচের সেরাও হলেন তিনি। আর পুরস্কারটি পেলেন সৈয়দ নইমুদ্দিনের মতো কিংবদন্তির হাত থেকে। ফাইনালে কেরল ও মণিপুরের মধ্যে জয়ী দলের মুখোমুখি হতে হবে সঞ্জয় সেনের শিষ্যদের। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর।  


উল্লেখ্য, শেষ বার ২০১৬-১৭ মরসুমের সন্তোষ ট্রফিতে বাংলা চ্যাম্পিয়ান হয়েছিল। কিন্তু তারপর থেকে হতাশা ছাড়া আর কিছুই মেলেনি। কিন্তু এবার অপ্রতিরোধ্য সঞ্জয় সেনের শিষ্যরা। সেমিফাইনাল খানিকটা কঠিন হলেও ভেদ করা যাবে না এমন পরিস্থিতি ছিল না। লক্ষ্য এবার ফাইনাল। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)