নিজস্ব প্রতিবেদন : আপনি শুয়োরের মতো মোটা কেন! কথাটা বলতে বলতে সরফরাজ আহমেদকে তাড়া করতে শুরু করেছিলেন সেই পাকিস্তানি যুবক। সরফরাজ টু শব্দ করেননি। ততক্ষণে পাকিস্তান অধিনায়কের সম্মান মাটিতে লুটিয়ে দিয়েছিলেন সেই যুবক। সরফরাজ আহমেদের কোলে তখন তাঁর ছোট্ট চেলে। তাঁর সামনেই সইতে হল বর্বরোচিত আক্রমণ। ভারতের কাছে হারের পর চারপাশের অনেক সমালোচনা তিনি হজম করে নিয়েছিলেন। মুখ বুজে ছিলেন। এক শ্রেণীর সমর্থকদের বোঝাতে পারেননি, এটা স্রেফ একটা ম্যাচ। আর ম্যাচে হার-জিত আছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  এখন সম্পূর্ণ বিপন্মুক্ত লারা, অডিয়ো বার্তায় জানালেন নিজেই



সরফরাজকে আক্রমণ করা সেই যুবক পরে নিজেকে পাকিস্তানি, ক্রিকেট সমর্থক, দেশের প্রতি অনুগত- হাজার কিছু বলে প্রায়শ্চিত্তের চেষ্টা করেছেন। ক্ষমা চেয়েছেন। কিন্তু যে জঘন্য কাজ তিনি করেছিলেন তার জন্য সরফরাজ তাঁকে ক্ষমা করবেন কিনা বলা মুশকিল। যদিও পাক অধিনায়ক এত কিছুর পরও ওই যুবকের প্রতি আঘাত হানেননি। স্রেফ বলেছেন, ''এগুলো খুব কষ্ট দেয়। আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সমর্থকরা আমাদের শক্তি। ওরাই যদি এমন আক্রমণ করে তা হলে আমাদের মনোবল ভেঙে যায়।''


আরও পড়ুন-  ICC World Cup 2019: লর্ডসে বিশ্বকাপের 'অ্যাসেজে' ইংল্যান্ডকে হারিয়ে শেষ চারে অস্ট্রেলিয়া



সেই সমর্থকের জঘন্য আক্রমণে কিন্তু আহত হয়েছেন সরফরাজ আহমেদের স্ত্রীও। সরফরাজ বলেছেন, ''হোটেলের ঘরে ফিরে দেখলাম আমার স্ত্রী ভিডিওটি দেখে কাঁদছে। ওকে বোঝালাম, আমাদের সঙ্গে এসব চলতেই থাকবে। খারাপ পারফরম্যান্স করলে এসব হবে। এটাো জীবনের অঙ্গ। এগুলো নিয়ে পড়ে থাকলে তো হবে না। শুধু আমার স্ত্রী নয়, পরিবার-পরিজনদের যে-ই ভিডিয়োটা দেখেছে, নিন্দা করেছে। পাকিস্তানের সমর্থকরা আমাদের ভালবাসে। আমরা জিতলে ওরা আনন্দ করে। হারলে সমালোচনা। সমর্থকরা সব সময় আমাদের থেকে ভাল কিছু আশা করে।''