জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চমকে দিলেন ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwik Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)। রবিবাসরীয় বিকালে দেশবাসীকে বিরাট সুখবর দিলেন তাঁরা। সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি চিনের রেন জিয়াং ইউ (Ren Xiang Yu) ও ট্যান কুইয়াংকে (Tan Qiang) হারিয়ে জিতে নিলেন সুইস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট (Swiss Open Super 300)। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ও বিশ্বের ষষ্ঠ ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। এদিন প্রথম থেকেই তাঁর আক্রমণাত্মক মেজাজে খেললেন। বিশ্বের ২২ নম্বর জুটিকে ভারত ৫৪ মিনিটের লড়াইয়ে মাটি ধরিয়ে দিল। তাঁরা এদিন ২১-১৯, ২৪-২২ ব্যবধানে। গত সপ্তাহে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছিলেন। সেই ক্ষততেই এদিন প্রলেপ দিলেন তাঁরা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Adult Stars: এক-একজন নীল মাঠের বিরাট প্লেয়ার, সবুজ ঘাসেও তাঁদের চূড়ান্ত অর্গাজম! জানেন কি?


সাত্ত্বিকসাইরাজ-চিরাগের এটি একসঙ্গে পঞ্চম খেতাব। ২০১৮ সালে হায়দরাবাদ ওপেনের পর ২০১৯ সালে এসেছিল থাইল্যান্ড ওপেন। এরপর  ২০২২-এ অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক জেতেন তাঁরা। সেই বছরই ইন্ডিয়া ওপেন ও ফরাসি ওপেনেও বাজিমাত করেন ভারতের এই দুই ব্যাডমিন্টন নক্ষত্র। গতবছর কমনওয়েলথ গেমসেও সোনা ছিনিয়ে এনেছেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। গতবছর ৮ অগস্ট ছিল কমনওয়েলথ গেমসের শেষ দিন। সেদিন ব্যাডমিন্টনে সোনার বর্ষা হয়েছিল ভারতের। ব্যক্তিগত দক্ষতায় পিভি সিন্ধু ও লক্ষ্য সেন পদক এনে দেওয়ার পর, জুটি বেঁধে দেশকে সোনা এনে দিয়েছিলেন সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ। ব্রিটিশভূমে ইংরেজদের হারিয়েই দুরন্ত জয় পেয়েছিল ভারত। পুরুষদের ডাবলসে সাত্ত্বিক-চিরাগ জুটি ইংল্যান্ডের বেন লেন ও সিন ভেন্ডিকে উড়িয়ে দিয়েছিলেন। স্ট্রেইট গেমে সাত্ত্বিকরা জিতেছিলেন ২১-১৫, ২১-১৩ ব্যবধানে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)