নিজস্ব প্রতিবেদন: ২০২১-২২ মরসুমের আইএসএলের (Hero ISL 2021-22) সূচি প্রকাশিত হয়েছে সোমবার। ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। প্রথম ১১ রাউন্ডের সূচি ঘোষণা করেছে এদিন। সেখানে নভেম্বর থেকে আগামী বছর জানুয়ারি পর্যন্ত খেলার দিনক্ষণ জানানো হয়েছে। আগামী ২৭ নভেম্বর মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। প্রতিবেদনে রইল ইস্ট-মোহনের নভেম্বর-জানুয়ারি পর্যন্ত প্রতিটি ম্যাচের সূচি।




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ISL 2021-22 Fixtures Out: ঘোষিত আইএসএলের সূচি, ইস্ট-মোহন মহারণ ২৭ নভেম্বর




২০ নভেম্বর আইএসএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের রানার্স এটিকে মোহনবাগান ও কেরল ব্লাস্টার্স। ২১ নভেম্বর গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি-র লিগ অভিষেক নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। নিয়মিত ম্য়াচগুলি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে। শনিবারের ডাবল হেডার শুরু হবে রাত ৯টা ৩০ মিনিট থেকে। করোনা আবহে দর্শক শূন্য অর্থাৎ ক্লোজড ডোর টুর্নামেন্ট হবে এবারও।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)