নিজস্ব প্রতিবেদন: দুয়ারে আইএসএল (ISL 2021-22) । ভারতীয় ফুটবলরে এক নম্বর লিগ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে এখনই। দেশের ঐতিহ্য়বাহী ক্লাব এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) নতুন মরসুমের জন্য ৩৩ সদস্যের দল ঘোষণা করে দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌত্যে শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গলের দীর্ঘদিনের চুক্তি জটিলতা কাটতেই, দল গোছানো শুরু করে দেয় লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাব। দেশ-বিদেশের এক ঝাঁক ফুটবলারকে ঝড়ের বেগে সই করাতে থাকে ইস্টবেঙ্গল। হোসে ম্যানুয়েল দিয়াজ তাঁর টিম ঘোষণা করে দিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোলকিপার: অরিন্দম ভর্ট্টাচার্য (Arindam Bhattacharya), শঙ্কর রায় (Sankar Roy) ও শভম সেন (Suvam Sen)


ডিফেন্ডার: ড্যানিয়েল গোমস (Daniel Gomes), জয়লার লরেন্সো (Joyner Lourenco), রাজু গায়কোয়াড় (Raju Gaikwad), আদিল খান (Adil Khan), হীরা মণ্ডল (Hira Mondal), অঙ্কিত মুখোপাধ্যায় (Ankit Mukherjee), গৌতম সিং (Goutam Singh), টমিস্লাভ মার্সেলা (Tomislav Mrcela), ফ্রাঞ্জো পিরেস ( Franjo Prce), সারিনেও ফার্নান্ডেজ (Sarineo Fernandes) ও আকাশদীপ সিং (Akashdeep Singh)


আরও পড়ুন: SC East Bengal: দেখুন ইস্টবেঙ্গলের নতুন জার্সি, লাল-হলুদ আবেগে আগুন ধরিয়ে দেবে


মিডফিল্ডার: জ্যাকিচাঁদ সিং (Jackichand Singh), সৌরভ দাস (Sourav Das), আঙ্গুসানা ওয়াংহেংবাম (Angousana Wahengbam), অমরজিত সিং কিয়াম (Amarjit Singh Kiyam), মহম্মদ রফিক (Md Rafique), লালরিনলিয়ানা হামতে (Lalrinliana Hnamte), বিকাশ জাইরু (Bikash Jairu), আমির ডেরভিসেভিচ (Amir Dervisevic), ড্যারেন সিদোয়েল (Darren Sidoel), রোমিও ফার্নান্ডেজ (Romeo Fernandes), সোংপু সিংসিট (Songpu Singsit), ও লোকেন মেতেই (Loken Metei)



ফরোয়ার্ড: বলবন্ত সিং (Balwant Singh), থংকোসিম হাওকিপ (Thongkhosiem Haokip), নাওরেম মহেশ (Naorem Mahesh), সিদ্ধান্ত শিকরোদকার (Siddhant Shirodkar), ড্য়ানিয়েল চিমা (Daniel Chima Chukwu), অ্যান্তোনিও পেরোসেভিচ (Antonio Perosevic) ও শুভ ঘোষ (Subha Ghosh)


গত মরসুমে আইএসএলে ইস্টবেঙ্গলের দায়িত্বে ছিলেন রবি ফাউলার। ১১ দলীয় লড়াইয়ে ফাউলারের কোচিংয়ে ইস্টবেঙ্গল শেষ করেছিল ৯ নম্বরে। ২০ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। হারতে হয়েছিল ৯ ম্যাচে। ড্র হয়েছিল ৮ ম্যাচ। দিয়াজের হাত ধরেই লাল-হলুদ সমর্থকরা নতুন স্বপ্ন দেখছেন। আগামী ২১ নভেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। আর তার ঠিক ছয় দিন পরেই মহারণে মুখোমুখি ইস্ট-মোহন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)