ISL 2020-21: ডার্বিতে এটিকে মোহনবাগানের উপরে চাপ থাকবে, জানিয়ে দিলেন রবি ফাউলার
সূচি প্রকাশের পর লাল-হলুদের হেড স্যার রবি ফাউলার বলেছেন, ছেলেদের কাছে নতুন অভিজ্ঞতা হতে চলেছে। তারা মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান সুপার লিগের সূচি প্রকাশিত হল শুক্রবার। ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবার আইএসএল অভিষেক হতে চলেছে ইস্টবেঙ্গলের। ২৭ নভেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৪৪ দিনে ১০টি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।
এক নজরে দেখে নেওয়া যাক এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ কবে, কার বিরুদ্ধে-
২৭ নভেম্বর প্রতিপক্ষ এটিকে মোহনবাগান (সন্ধে ৭:৩০)
১ ডিসেম্বর প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (সন্ধে ৭:৩০)
৫ ডিসেম্বর প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড (সন্ধে ৭:৩০)
১০ ডিসেম্বর প্রতিপক্ষ জামশেদপুর এফসি (সন্ধে ৭:৩০)
১৫ ডিসেম্বর প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি (সন্ধে ৭:৩০)
২০ ডিসেম্বর প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি (সন্ধে ৭:৩০)
২৬ ডিসেম্বর প্রতিপক্ষ চেন্নাইয়ন এফসি (সন্ধে ৭:৩০)
৩ জানুয়ারি প্রতিপক্ষ ওডিশা এফসি (বিকেল ৫:০০)
৬ জানুয়ারি প্রতিপক্ষ এফসি গোয়া (সন্ধে ৭:৩০)
৯ জানুয়ারি প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি (সন্ধে ৭:৩০)
সূচি প্রকাশের পর লাল-হলুদের হেড স্যার রবি ফাউলার বলেছেন, ছেলেদের কাছে নতুন অভিজ্ঞতা হতে চলেছে। তারা মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে। প্রথম ম্যাচেই সমর্থকদের প্রত্যাশা ছোঁয়ার সুযোগ থাকছে। তবে শুধুমাত্র ডার্বি ম্যাচ নিয়ে তিনি ভাবতে চান না। লিগের প্রতিটা দল শক্তিশালী এবং প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তবে ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের উপরে চাপ থাকবে বলে জানিয়ে দিলেন রবি ফাউলার।
আরও পড়ুন- ISL 2020-21: সবুজ-মেরুন সমর্থকদের আবেগ জড়িয়ে আছে, আমাদের লক্ষ্য দুটো ডার্বিই জেতা: হাবাস