নিজস্ব প্রতিবেদন: চলতি মরশুমে আইএসএলে খেলার জন্য ছয় বিদেশি চূড়ান্ত হয়ে গেছে ইস্টবেঙ্গলের। এবার ২২ জন ভারতীয় ফুটবলারের নাম ঘোষণা করল লাল-হলুদ। চার জন গোলকিপারের পাশাপাশি আটজন ডিফেন্ডার ও আট জন মিডফিল্ডার এবং দুজন স্ট্রাইকার রয়েছেন সেই ২২ জনের তালিকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোলকিপার- দেবজিত্ মজুমদার, মির্শাদ, শঙ্কর রায়, মহম্মদ রফিক আলি সর্দার।
ডিফেন্ডার- গুরতেজ সিং, নারায়ণ দাস, সামাদ আলি মল্লিক, লালরামচুলোভা, মহম্মদ ইর্শাদ, রোহেন সিং, অভিষেক আম্বেকর, রানা ঘরামি।
মিডফিল্ডার-শেহেনাজ সিং, বিকাশ জাইরু, ইয়ুমনাম, ইউজেনসন লিংডো, ওয়াহেংবাম, মহম্মদ রফিক, লোকেন মেতেই, সুরচন্দ্র সিং।
স্ট্রাইকার- জেজে, বলবন্ত সিং।



লাল-হলুদের ছয় বিদেশি হলেন- জার্মান ডিফেন্সিভ মিডফিল্ডার ভিলে মাত্তি স্তেইনমান, স্কটিশ ডিফেন্ডার ড্যানি ফক্স, আইরিশ মিডফিল্ডার অ্যান্থনি পিলকিংটন, ওয়েলশের স্ট্রাইকার অ্যারন আমেদি হ্যালওয়ে, অজি ডিফেন্ডার স্কট নেভিল এবং কঙ্গোর মিডফিল্ডার জ্যাক মাঘোমা।


এদিকে দল গঠণে ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তি করানো ১৫ জন ফুটবলারকে আইএসএলের জন্য টিমে নথিভুক্ত করাল না এসসি ইস্টবেঙ্গল। বাতিল ফুটবলারদের মধ্যে রয়েছেন- ওমিদ সিং, কোলাডো, সিকে ভিনিথ, লালরিনডিকা রালতে, কেভিন লোবো, রিনো অ্যান্টো সহ অনেকে। চুক্তির পর বাতিল হয়ে যাওয়ায় ফুটবলাররা এখন কোথায় যাবেন সেটা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।



আরও পড়ুন -  ICC চেয়ারম্যান পদের লড়াইয়ে নেই সৌরভ গাঙ্গুলি!