নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের প্রকোপ কাটিয়ে উঠে ২২ গজে ক্রিকেট ফিরলে, বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের সিরিজের পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবছরের শেষে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি ফের পাঁচ টেস্টের হতে পারে, এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে শেষবার পাঁচ টেস্টের সিরিজ হয়েছিল ১৯৯১-৯২ মরশুমে। সবকিছু ঠিকঠাক থাকলে করোনা পরবর্তী সময়ে চলতি বছরের শেষে ফের ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের সিরিজ হবে।  তবে বিশ্বকাপের পর যদি টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে হয় তাহলে দর্শকশূন্য গ্যালারিতে হবে টেস্ট সিরিজ।  ক্রিকেট অস্ট্রেলিয়ার সভায় এ নিয়ে  আলোচনা হয়েছে।


 


এমনিতেই করোনার ধাক্কায় বড়সড় ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস জানান, "এই মুহূর্তে আন্তর্জাতিক সিরিজের যা অবস্থা তাতে আমরা কয়েক লক্ষ টাকা ক্ষতির মুখে দাঁড়িয়ে।  তাই আমাদের দেখতে হবে কী ভাবে অবস্থার উন্নতি করা যায়। ভারতের বিরুদ্ধে সিরিজ নিয়ে এখনও ভাবার সময় রয়েছে।  তবে পাঁচ ম্যাচের সিরিজ করার কথা ভাবতেই পারি। " সিরিজ ডাউন আন্ডার ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে। কিন্তু সেই সিরিজ যদি দর্শকশূন্য মাঠে হয় তাহলে তার উত্তেজনা কমবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহলের একাংশ।  


 


আরও পড়ুন - চ্যাম্পিয়ন্স লিগ শেষ করার ব্লু প্রিন্ট তৈরি UEFA-র, ২০২০-২১ মরশুমে ঠাসা সূচি