ওয়েব ডেস্ক : যুবভারতীতে বিশ্বকাপের ম্যাচে নিশ্ছিদ্র নিরাপত্তা। সাতটি গেটে ১১০টি চেকিং পয়েন্ট থাকবে। শুধু পার্স এবং মোবাইল নিয়েই ঢোকা যাবে স্টেডিয়ামে। প্রতি গেটেই থাকছে পার্কিংয়ের ব্যবস্থা। স্টেডিয়ামের কাছে থাকবে শাটল বাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যুবভারতী ক্রীড়াঙ্গনে যুব বিশ্বকাপের ম্যাচকে ঘিরে নিরাপত্তার অভূতপূর্ব ব্যবস্থা করেছে কলকাতা পুলিস। ম্যাচ চলাকালীন স্টেডিয়াম এবং বাইরে থাকবেন তিন হাজার জওয়ান। এছাড়াও থাকবেন ৪০০ স্টুয়ার্ড। মোট ৬৬ হাজার দর্শক প্রতিদিন ম্যাচ দেখতে পারবেন। যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতিতে আট মিনিটের মধ্যে গোটা স্টেডিয়াম ফাঁকা করে দেওয়া যাবে বলে জানিয়েছেন বিধাননগরের পুলিস কমিশনার জ্ঞানবন্ত সিং।


কলকাতায় হতে চলা ম্যাচগুলোর জন্য সবথেকে বেশি নজর দেওয়া হয়েছে দর্শক স্বাচ্ছন্দের দিকে। স্টেডিয়ামে প্রতিটি গেটেই থাকবে ৪০০টি করে কার পার্কিংয়ের ব্যবস্থা। মোট সাতটি গেটে ১১০টি টিকিট চেকিং পয়েন্ট থাকবে। স্টেডিয়ামের প্রতিটি গেটের জন্য আলাদা রংয়ের কার পার্কিং স্টিকার থাকবে। দর্শকদের স্টেডিয়ামে যাতায়াতের জন্য থাকবে মোট ২৫০টি বাসের ব্যবস্থা।


আরও পড়ুন- বয়স লুকিয়ে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ থেকে ছিটকে গেল নাইজেরিয়া