নিজস্ব প্রতিবেদন: দুরন্ত জয়ে ইউরো কাপের (UEFA Euro 2020) অভিযান শুরু করেছে পর্তুগাল। গত মঙ্গলবার হাঙ্গেরির বুদাপেস্টে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জোড়া গোলে পর্তুগাল ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে হাঙ্গেরিকে। গতবারের চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন তাঁর মাঠের ঝলসানো পারফরম্যান্সের জন্যই শুধু খবরে এলেন না! মাঠে ঢোকার আগেও রোনাল্ডোকে দিতে হল নিজেকে চেনানোর পরীক্ষা!



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: UEFA Euro 2020, Portugal vs Hungary: কোন কোন রেকর্ড করলেন Cristiano Ronaldo? জানুন বিস্তারে


সিআর সেভেনকে মাঠে ঢোকার আগেই এক নিরাপত্তা রক্ষী তাঁর পথ আটকান! সেই নিরাপত্তা রক্ষী রোনাল্ডোর বুকে ঝোলানো উয়েফার দেওয়া ইউরোর প্লেয়ার্স আই-কার্ড আগে ভাল করে দেখেন, তারপর রোনাল্ডোর সঙ্গে তাঁর পরিচয় পত্র মিলিয়েই তাঁকে মাঠে ঢোকার অনুমতি দেন। শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে। এই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই নেটাগরিকরা মজাদার সব কমেন্টে ভরিয়ে দিয়েছেন। কেউ বলেছেন ওই নিরপত্তা রক্ষীর এবার চাকরি যাবে! কেউ বা বলছেন উনি 'কোকা-কোলার' এজেন্ট! আবার কেউ কেউ বলেছেন যে, ওই কর্মী নিজের কর্তব্য দায়িত্বের সঙ্গেই পালন করেছেন। এটা তারই পরিচয়। রোনাল্ডো মানেই মাঠে ও মাঠের বাইরে খবরের ছড়াছড়ি। সে তিনি ক্লাবের হয়ে খেলুন বা দেশের হয়ে। সবসময় শিরোনামে সিআর সেভেন!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)