ওয়েব ডেস্ক: তিনি সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে এই গ্রহের একমাত্র ১০০ সেঞ্চুরির মালিক। প্রায় ৩৫ হাজার রানেরও মালিক তিনি! তাই কোটি-কোটি মানুষ তাঁর ভক্ত। আজও তো ভারতের ক্রিকেট খেলা থাকলেই দেখা যায় তাঁকে (সুধীরকে)। বুকে লেখা থাকে 'মিস ইউ সচিন তেন্ডুলকর'। সচিনের ভক্ত তো বোধহয় আপনিও খুব। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেট লি খুঁজে পেয়েছেন, সচিন তেন্ডুলকরের সবথেকে বড় ভক্তকে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল ঘোষণা, ফিরলেন উমেশ-শামি


হ্যাঁ। আর ব্রেট লি নিজেই সেই সচিনভক্তের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যাঁকে ব্রেট লি সচিনের সবথেকে বড় ফ্যান বলে চেনাচ্ছেন, তিনি অনেকটা রবীন্দ্র জাদেজার মতো দেখতে। আর তাঁর বুকে রয়েছে, সচিনের ছবি আঁকা! ব্রেট লি তাঁর ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'সচিন, আমার মনে হয়, তোমার সবথেকে বড় ভক্তকে আমি পেয়েছি।' এবার আপনিই দেখে নিন, ব্রেট লি-র বিচারে সচিনের সবথেকে বড় ভক্তকে। আপনার কী মনে হয়, ব্রেট লির সঙ্গে আপনি একমত?


 



আরও পড়ুন  সাফল্য পেতে কোন জিনিস কতটা লাগে, জানালেন সুরেশ রায়না