ওয়েব ডেস্ক: মাঠে তাঁরা একে অপরের প্রতিপক্ষ। কিন্তু মাঠের বাইরে যে তাঁরা জেন্টলম্যান। আসলে তাঁরা যে খেলেনও 'জেন্টলম্যানস গেম'। তারই প্রমাণ আরও একবার পাওয়া গেল শ্রীলঙ্কায়। পঞ্চম এবং সিরিজের শেষ একদিনের ম্যাচ রবিবার খেলা হবে কলম্বোতে। তার আগে লসিথ মালিঙ্গার বাড়িতে ডিনার সেরে এলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এমনিতে মালিঙ্গা আইপিএলে খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। তাই রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, যশপ্রীত বুমরাহদের সঙ্গে তাঁর খুবই ভাল সম্পর্ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দলের বস কে? ক্যাপ্টেন নাকি কোচ? জানেন, কী বললেন রবি শাস্ত্রী?


মালিঙ্গার বাড়িতে ডিনার সেরে খুব খুশি ভারতীয় দলের ক্রিকেটাররাও। রোহিত শর্মা থেকে অজিঙ্কা রাহানে, সকলেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। রোহিত শর্মা যেমন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন, 'দুর্দান্ত বন্ধুর সঙ্গে রাতটা দারুণ কাটলো।' অজিঙ্কা রাহানে আবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন, 'বন্ধুদের সঙ্গে সময়টা দারুণ কাটলো। লসিথ এরকম একটা দুর্দান্ত জিনিস আয়োজন করার জন্য ধন্যবাদ।'



আরও পড়ুন  বিরাট এবং ধোনির সম্পর্ক নিয়ে রবি শাস্ত্রী কী বললেন জানেন?