নিজস্ব প্রতিবেদন : রোটেশন পদ্ধতির অজুহাতে মহেন্দ্র সিং ধোনির দলের সিনিয়র ক্রিকেটারের বাদ দিয়েছিলেন। এমনই অভিযোগ করলেন বীরেন্দ্র শেহবাগ। ক্রিকেট লিখিয়ে একটি ওয়েবসাইট-এর লাইভ অনুষ্ঠানে ধোনিকে ধুয়ে দিলেন শেহবাগ। বরাবরই তিনি ঠোঁট কাটা। কাউকে তোয়াক্কা না করে কথা বলতে পারেন। এদিন অনুষ্ঠানেও তেমনটাই করলেন বীরু। বহু পুরনো কথা। তবে এখনও যে সেই বাদ পড়া তাঁকে যন্ত্রণা দেয় সেটা বুঝিয়ে দিলেন মারকাটারি ওপেনার। শেহবাগের মূল অভিযোগ, ধোনি দলের ক্রিকেটাররদের সঙ্গে কোনও আলোচনা করতেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শেহবাগ এদিন বললেন, ''ধোনি অস্ট্রেলিয়ায় গিয়ে বলেছিল, ব্যাটিং অর্ডারের প্রথম তিনজন মন্থর গতির ফিল্ডার। তব এই নিয়ে ও কখনও আমাদের সঙ্গে কোনওরকম আলোচনা করেনি। টিম মিটিং-এ ও কখনও বলেনি, আমরা ধীর গতির ফিল্ডার। আমরা মিডিয়া থেকেই আমাদের অবস্থা জানতে পারি। ধোনি সংবাদ সম্মেলনে বলেছিল, আমরা স্লো ফিল্ডার। কিন্তু টিম মিটিং-এ এই নিয়ে কখনও কোনও কথা বলেনি। টিম মিটিংয়ে তখন আলোচনা হত রোহিত শর্মাকে নিয়ে। নতুন ক্রিকেটার তখন রোহিত। ওক খেলানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হত। আর তাই রোটেশন করার কথা বলা হত।''


আরও পড়ুন-  চুনকাম করার সুযোগ সামনে! নিউ জিল্যান্ডকে ভয় দেখাল রাহুল-রোহিত জুটি


বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তোলেন বীরু। বললেন, ''ঋষভকে তো বারবার বাদ দেওয়া হচ্ছে। তা হলে ও কীভাবে রান করবে? সচিন তেন্ডুলকরকেও যদি বাদ দেওয়া হত, তাহলে রান করতে পারত? পন্থকে ম্যাচ উইনার বলা হচ্ছে। এদিকে খেলানো হচ্ছে না। ও ধারাবাহিক নয় বলে! আমাদের সময়ে ক্যাপ্টেন প্রতিটা ক্রিকেটারের সঙ্গে কথা বলত। জানি না বিরাট সেসব করে কিনা! তবে অনেকে বলে, রোহিত শর্মাএশিয়া কাপের সময় অধিনায়ক হিসেবে দলের সবার সঙ্গে কথা বলত।''