ওয়েব ডেস্ক: ভারত ও অস্ট্রেলিয়ার একদিনের সিরিজের ৩টি ম্যাচের জন্য আজ ভারতীয় দল বেছে  নিলেন নির্বাচকরা। এমএসকে প্রসাদের নেতৃত্বে হয়ে গেল ওই বাছাই পর্ব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের বিপুল জয়ের পর ভারতীয় দলের বড়সড় কোনও পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছিল। তবে দলে রবিচন্দ্রন অশ্বিনকে রাখা হবে কি না তা নিয়ে জল্পনা ছিল ক্রিকেট মহলে। অশ্বিন বর্তমানে কাউন্টি খেলছেন।


অধিনায়ক বিরাট কোহলি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন তিনি দলে কিছু পরিবর্তন আনতে চান। অক্ষর প্যাটেল ও ‌য‌ুঝবেন্দ্র চহলের মতো খেলোয়াড় শ্রীলঙ্কায় ভালো পারফর্ম করছেন। ফলে তাদের দলে থাকার সম্ভাবনা ছিলই। অন্যদিকে, কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতের রিজার্ভ বেঞ্চেকে শক্তিশালী করা উচিত। অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচকরা বাদ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনকে। দলে এসেছেন শামি।


ভারতীয় দল


বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, কে এল রাহুল, মণীশ পাণ্ডে, কেদার ‌যাদব, অজিঙ্ক রাহানে, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ ‌যাদব, ভুবনেশ্বর কুমার, ‌‌যুঝবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরাহ, উমেশ ‌যাদব, মহম্মদ শামি।


আরও পড়ুন-আধারের সঙ্গে লিংক না করলে ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে ‌যাবে সিম