মার্টিনা নাভ্রাতিলোভার সবথেকে বেশি গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ জয়ের রেকর্ড ভাঙলেন সেরেনা
লন টেনিস ইতিহাসে চিরকাল লেখা থাকবে তাঁদের দুই বোনের নাম। একজন সেরেনা উইলিয়ামস তো আর একজন ভেনাস উইলিয়ামস। তবে, দুই বোনের মধ্যে অনেকটাই এগিয়ে থাকবেন সেরেনা উইলিয়ামস। কারণ, এদিনও যেমন আরও একটি পালক যোগ হল সেরেনা উইলিয়ামসের মুকুটে। মার্টিনা নাভ্রাতিলোভার সবথেকে বেশি গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে দিলেন সেরেনা।
ওয়েব ডেস্ক: লন টেনিস ইতিহাসে চিরকাল লেখা থাকবে তাঁদের দুই বোনের নাম। একজন সেরেনা উইলিয়ামস তো আর একজন ভেনাস উইলিয়ামস। তবে, দুই বোনের মধ্যে অনেকটাই এগিয়ে থাকবেন সেরেনা উইলিয়ামস। কারণ, এদিনও যেমন আরও একটি পালক যোগ হল সেরেনা উইলিয়ামসের মুকুটে। মার্টিনা নাভ্রাতিলোভার সবথেকে বেশি গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে দিলেন সেরেনা।
আরও পড়ুন দেশের সবথেকে রোম্যান্টিক ঋষিমুনি, অপ্সরা ধ্যান কী ভাঙাবে, উর্বশীরাই তাঁর প্রেমে পাগল!
এখন সবথেকে বেশি গ্র্যান্ডস্লাম ম্যাচ জেতার রেকর্ড থাকল তাঁরই নামে। যেটা তাঁর সঙ্গে মানায়ও। ইউএস ওপেনে জোহানা লারসনকে হারিয়ে তিনশো সাতটি ম্যাচ জিতে নিলেন তিনি। এই জয়ের ফলে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন সেরেনা।
আরও পড়ুন বিশ্বের সবথেকে বড় ১০ ব্রিজ