নিজস্ব প্রতিবেদন- PSL 2021-এ এমন কিছু ঘটতে পারে বলে ভাবেননি তিনি। ২৩ ফেব্রুয়ারি ম্য়াচের একটি ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। তাঁর দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এমন ঘটনা এর আগে হয়নি। তবে Corona-র জন্য এখন অনেক কিছুই বদলেছে। ক্রিকেট মাঠেও সেইসব বদলের ছাপ পড়েছে। আর তাই এবার নিউ নর্মাল-এর একটি ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন আফ্রিদি। পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানস ও পেশাবর জাল্মির মধ্যে ম্যাচ চলছিল। তখনই এই ঘটনা ঘটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বোলিং করতে গিয়ে আফ্রিদি নিজের টুপি Umpire-কে ধরতে বলেন। কিন্তু আম্পায়ার রাজি হননি। এই ঘটনায় স্তম্ভিত হন পাক অলরাউন্ডার। এতদিন পর্যন্ত বোলারের টুপি নির্দ্বিধায় হাতে নিয়েছেন আম্পায়াররা। যদিও করোনা পরিস্থিতিতে সেই নিয়ম বদলেছে। আফ্রিদি এই ব্যাপারে ICC-র দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ডিয়ার আইসিসি, আপনারা কি বলতে পারেন, কেন আম্পায়াররা বোলারদের টুপি হাতে নিতে রাজি হচ্ছেন না। যেখানে আম্পায়াররাও ক্রিকেটার ও ম্য়ানেজমেন্টের সদস্যদের সঙ্গে একই জৈব সুরক্ষা বলয়ে থাকছেন! আবার খেলা শেষে আম্পায়াররা তাঁদের সঙ্গে হাতও মেলাচ্ছেন! 


আরও পড়ুন-  বিশ্বকাপ ফাইনালে অভিষেক থেকে IPL-এ আনসোল্ড, সেই Yusuf Pathan ব্যাট-প্যাড তুলে রাখলেন



আফ্রিদির ওই Tweet ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, PSL-এর ওই ম্য়াচে পেশাবর জাল্মি পাঁচ উইকেটে মুলতান সুলতানসকে হারিয়েছে।