নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির (Shahid Afridi,) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই একদা সতীর্থ দানিশ কানেরিয়া (Danish Kaneria)। তাঁকে নাকি ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেছিলেন আফ্রিদি, এমনই দাবি করলেন পাকিস্তানে দলের প্রাক্তন স্পিনার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Zee News -কে দেওয়া সাক্ষাৎকারে দানিশ কানেরিয়া (Danish Kaneria) অভিযোগ করেন, আফ্রিদি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতেন। তাঁকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিতেন। পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান মহম্মহ ইজাজ ভাটের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। প্রাক্তন পাক স্পিনারের অভিযোগ, তাঁর অভিযোগে কর্ণপাত করেননি ভাট। বরং ম্যাচ খেলতে না দিয়ে তাঁকে বসিয়ে রাখার চেষ্টা করেন তিনি।


দানিশ কানেরিয়া (Danish Kaneria) বলেন, "শোয়েব আখতার হলেন সেই ব্যক্তি, যিনি প্রথম আমার সমস্যগুলো নিয়ে মুখ খোলেন। এছাড়া ইনজামাম-উল-হক, ওয়াকার ইউনিস, রশিদ লতিফের মতো ক্রিকেটাররা আমার পাশে দাঁড়িয়েছিলেন" 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)