জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে বাইশ গজে, আলোচনায় একজনই। তিনি ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)! চূড়ান্ত অখেলোয়াড়সুলভ আচরণে তিনি কার্যত মুখ পুড়িয়েছেন ক্রিকেট স্পিরিটেরই। বাংলাদেশের (Bangladesh Womens Cricket Team) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন এবং ম্যাচের শেষে মেজাজ হারান হরমনপ্রীত। আম্পায়ার তাঁকে এলবিডব্লিউ-এর সিদ্ধান্ত দিলে, তা মেনে নিতে পারেননি হরমনপ্রীত। উত্তেজনার বশে সজোরে ব্যাট চালান স্টাম্পের উপর। এখানেই শেষ নয়, ম্যাচের শেষেও বিতর্কক টেনে নিয়ে যান হরমনপ্রীত। সিরিজ জয়ের পরে দুই দলের খেলোয়াড়দের একসঙ্গে ছবি তোলার কথা ছিল। কিন্তু সেই সময়ে অত্যন্ত অপমান জনককথা বলে ফেলেন হরমনপ্রীত। বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে, হরমনপ্রীত বলেছিলেন, 'শুধু তোমরা কেন ছবি তুলবে? তোমরা তো ম্যাচটা টাই করতে পারনি। তোমাদের হয়ে আম্পায়াররা করেছেন। তাই আম্পায়ারদেরও ডেকে নাও। একসঙ্গেই ছবি তুলব।' এহেন মন্তব্যের পর অপমানিত হয়ে ছবি না তুলেই চলে যায় গোটা বাংলাদেশ দল। এবার হরমনপ্রীতের কড়া সমালোচনা করলেন পাক কিংবদন্তি সহিদ আফ্রিদি (Shahid Afridi)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা! আনস্পোর্টিং আচরণের জন্য দুই ম্যাচ নির্বাসিত হলেন হরমন


আফ্রিদি এক পাক মিডিয়ায় এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, 'এটা শুধু ভারত বলে নয়, অতীতেও আমরা এই জিনিস দেখেছি যদিও। তবে মহিলাদের ক্রিকেটে খুব একটা বেশি দেখা যায় না। বড্ড বাড়াবাড়ি করেছে হরমনপ্রীত। আইসিসি-র অধীনে এটি বড় ইভেন্ট ছিল।  দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ভবিষ্যতের কথা ভেবে। ক্রিকেটে আগ্রাসী হতেই পারে কেউ। তবে নিয়ন্ত্রিত আগ্রাসন ভালো। আবারও বলব বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে হরমনপ্রীত।' হরমনপ্রীতকে এই ঘটনার জন্য বড়সড় শাস্তিই দিয়েছে আইসিসি। তাঁর ম্যাচ ফি আগেই কাটা গিয়েছিল। এর পাশাপাশি আইসিসি-র কড়া নজরদারি ছিল তাঁর উপর।  তাঁকে তিন ডিমেরিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি দুই ম্যাচের জন্য নির্বাসিতও করা হয়েছে। আর এর ফলেই এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না হরমনপ্রীত। ফলে এশিয়ান গেমসে দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা। হরমনপ্রীতের সেই আচরণের কড়া সমালোচনা হয় ক্রিকেট মহলে। অনেকেই মনে করছেন অহেতুক উত্তেজনা করেছেন ভারত অধিনায়ক। তাঁর আউট নিয়ে বিশেষ বিতর্ক ছিল না বলেও মত অনেকের। পরে সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানাও বলে যান, মুহূর্তের উত্তাপে এই আচরণ করে ফেলেছেন হরমন। মুহূর্তের উত্তেজনায় ভারত অধিনায়ক ভুল করে দেশজ ক্রিকেটের বদনাম করলেন। আগামী প্রতিযোগিতায় দলের সমস্যা বাড়ালেন।  


আরও পড়ুন: বিসিসিআই-এর কাছে হরমনের কড়া শাস্তির দাবি করলেন বিশ্বজয়ী প্রাক্তন তারকা! কিন্তু কেন?



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)