জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ (IND vs BAN, ICC T20 World Cup 2022)। বুধবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) বৃষ্টির জন্য ডাকওয়ার্থ লুইস ((D/L method) নিয়মে খেলা হয়। রুদ্ধশ্বাস শেষ ওভারে ভারত এই ম্যাচ জিতে যায় পাঁচ রানে। ম্যাচ শেষের পরেও একটি বিষয় নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে নেটদুনিয়া। টুইটারাত্তিরা তোলপাড় করে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও (Shakib al Hasan) ম্যাচের পরিণতি নিয়ে সন্তুষ্ট নন। বিতর্কের কেন্দ্রবিন্দুতে অ্যাডিলেডের ভেজা মাঠ। অনেকেরই বক্তব্য যে, বৃষ্টি ভেজা মাঠে খেলা আরও কিছুটা পরেই শুরু করা যেতে পারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IND vs BAN, ICC T20 World Cup 2022: ডিএলএস নিয়মে ৫ রানে রুদ্ধশ্বাস জয়, শেষ চারের দিকে এগিয়ে গেল টিম ইন্ডিয়া



আরও পড়ুন: Watch | Virat Kohli | Shakib Al Hasan | IND vs BAN: বিরাট-সাকিবের বিতর্ক থেকে আলিঙ্গন! মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুনShakib Al Hasan | Wasim Akram | IND vs BAN: 'আমরা বিশ্বকাপ জিততে আসিনি, ভারত এসেছে!' সাকিবের মন্তব্যে ফুঁসছেন আক্রম


সাকিব এদিন মাঠের আম্পায়ার মারায়াস এরাসমাস (Marais Erasmus) ও ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে এই বিষয় নিয়ে কথাও বলেছেন, সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। বৃষ্টিতে এদিন ৫২ মিনিট খেলা বন্ধ থাকে। এরপর আম্পায়াররা ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য (টার্গেট ১৬ ওভারে ১৫১, টাইগার্সদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৪ বলে ৮৫ রান) নির্ধারণ করে দেন। সাকিব আম্পায়ার ও রোহিতকে এও বোঝানোর চেষ্টা করেন যে, বৃষ্টি ভেজা মাঠে খেলা ঝুঁকিসম্পূর্ণ। সাকিব যে বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি, তা তাঁর অভিব্যক্তিতে ফুটে উঠেছিল। যদিও আম্পায়াররা সাকিবের কথায় কর্ণপাত না করেই খেলা শুরু করার নির্দেশ দেন। সাকিব বোঝানোর চেষ্টা করেও যখন কোনও রাস্তা খুঁজে পাননি, তখন এই নিয়ে রাগে গজগজ করতে করতে ডাগআউটে ফিরে যান। এরপর দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে কথাবার্তা বলেন এই নিয়ে।


টেলিভিশন স্ক্রিনে দেখা যায় যে, ভারতীয় ক্রিকেটারদের জুতোয় কাদা লেগে যাচ্ছে। টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ মাঠ ঘুরে ব্রাশ দিয়ে জুতো থেকে সেই কাদা ঝেড়ে ফেলছেন। এখানেই শেষ নয়। বৃষ্টির পর ব্যাটিং করতে নেমে লিটন দাসের দু'বার পা পিছলেও যায়। ভেজা মাঠে একবার পা পিছলে পড়েও গিয়েছিলেন লিটন! রান আউটের সময়ও দ্বিতীয় রান নিতে গিয়ে তাঁর গতি কমে যায়। আর লিটনের রানআউটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। যদিও সাকিব ম্যাচের পর আম্পায়ারদের দিকে আঙুল তোলেননি। তিনি জানান যে, আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে তাঁর অভিযোগ করার নেই। উল্টে তিনি বলেন যে, ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সামনে যে নতুন লক্ষ্য দেওয়া হয়েছিল, সেটি আগের টার্গেটের তুলনায় অনেকটাই সহজ ছিল। পাশাপাশি সাকিব এও বলেন, এই পরিস্থিতিতে অন্য কোনও দেশ ম্যাচ জিতে নিতে পারত। কিন্তু তাঁর দেশ পারেনি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)