জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেলফি বিভ্রাটে জর্জরিত বাংলাদেশে(Bangldesh) ক্রিকেট দলের অনরাউন্ডার তারকা সাকিব আল হাসান(Shakib Al Hasan)। তিনি শুধু বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ই নন, তিনি জাতীয় সংসদের সদস্য। এই বছরের ৭ জানুয়ারির নির্বাচনের তিনি এমপি নির্বাচিত হন। তাঁকে আপাতদৃষ্টিতে শান্ত, ভদ্র বলেই মনে করেন সকলে। তবে সম্প্রতি জায়েদ খানের মোবাইল জলে ফেলে দিয়ে তিনি শিরোনামে উঠে আসেন। এবার সেই সেলফি তুলতে চাওয়া এক ফ্যানকে মারতে উদ্যত হন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Kanchan Mullick Birthday: বিয়ের পর কাঞ্চনের প্রথম জন্মদিন, সারপ্রাইজ গিফট শ্রীময়ীর...


সোমবার বাংলাদেশের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ডিপিএলে লড়ছে প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিন সকালে ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাহ উদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এই সময় হঠাৎ সেলফি তুলতে যান এক ভক্ত। প্রথমবার বারণ করলেও সাকিবের কথা শোনেননি সেই ভক্ত। মেজাজ ধরে রাখতে না পেরে ভক্তের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিব। তেড়ে গিয়ে সেই ভক্তের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং মারতে উদ্যত হন। তাকে চড় মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার। শেষমেশ সেই ভক্তকে মাঠ থেকে বের করে দেন তিনি।


এখানেই শেষ নয়, সকালে স্টেডিয়ামের প্রবেশের সময়ও মেজাজ হারান সাকিব আল হাসান। তখনও এক ভক্ত সেলফি তোলার জন্য ফোন নিয়ে এগিয়ে আসলে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে হাত দিয়ে দূরে সরিয়ে দেন সাকিব। এমন ঘটনার পর মাঠে ভক্তদের এমন অবাধ বিচরণে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। 


আরও পড়ুন- Shakib Al Hasan | T20 World Cup 2024: প্রস্তুতি মোটেই ভালো হয়নি বাংলাদেশের! সাংবাদিকদের সামনে বিস্ফোরক সাকিব


প্রত্যক্ষদর্শীদের অনেকেরই মত, সেই ভক্ত নিরাপত্তা ভেঙে প্রবেশ করে আদতে নিয়ম ভাঙলেন। অনেকে আবার সাকিবের এমন আগ্রাসী ভূমিকায় নিন্দা জানাচ্ছে। তাদের মতে, ভক্তদের সঙ্গে এমন ব্যবহার সাকিবের থেকে মোটেই কাম্য নয়। তবে এই প্রথম নয়, এর আগেও নানা সময়ে ভক্তদের ওপর মেজাজ হারিয়েছেন তিনি। সম্প্রতি জায়েদ খানের মোবাইল জলে ফেলে দিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিলেন সাকিব। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)