জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা (BAN vs SL, World Cup 2023)। গত সোমবার ৫৩ বল হাতে রেখে বাংলাদেশ তিন উইকেটে ম্য়াচ জিতে নেয়। তবে ম্য়াচ জিতেও হৃদয় ভেঙেছে বাংলাদেশের। দলের তারকা অলরাউন্ডার ও অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) ছিটকে গেলেন বিশ্বকাপ (World Cup 2023) থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে, ব্য়াট করার সময় সাকিব আঙুলে চোট পেয়েছিলেন, পরে এক্স-রে রিপোর্টে দেখা যায় যে, সাকিবের বাঁ-হাতের তর্জনী চিড় ধরেছে। যার ফলে সাকিবের শেষ ম্য়াচ খেলা হবে না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বাংলাদেশ আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্য়াচ খেলবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Angelo Mathews | Time-Out: 'সম্মান তাদেরই করি...' খেলা শেষে মেলানো হয়নি হাত! বোমা ফাটাল শ্রীলঙ্কা




বাংলাদেশের ফিজিয়ো বায়জেদুল ইসলাম খান সাকিবের চোট নিয়ে আপডেট দিয়েছেন। তিনি বলেন, 'ব্যাট করার শুরুতে সাকিবের বাঁ-হাতের তর্জনীতে বলের আঘাত লেগেছিল। ও চোট নিয়েই খেলা চালিয়ে যায়। সাপোর্টিভ ট্যাপিং ও পেইনকিলার নিয়েই সাকিব ব্য়াট করেছে। খেলা শেষের পর জরুরি ভিত্তিতে এক্স-রে হয়। তখন জানা যায় যে, ওর বাঁ-দিকের পিআইপি জয়েন্টে চিড় ধরেছে। ওর সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজই সাকিব বাংলাদেশ উড়ে যাবে। ওখানে ওর রিহ্য়াব শুরু হবে।' শ্রীলঙ্কার বিরুদ্ধে সাকিব ম্য়াচের সেরাও হয়েছেন। ৬৫ বলে ৮২ রানের (১২টি চার ও ২টি ছয়) ইনিংস খেলার পাশাপাশি দুই উইকেটও নিয়েছেন। ম্য়াচের সেরাও হয়েছেন সাকিব। শ্রীলঙ্কাকে হারিয়ে সাকিবদের কোনও লাভ হয়নি। তারা আগেই ছিটকে গিয়েছিল টুর্নামেন্ট থেকে। বাংলাদেশ-ইংল্য়ান্ড-শ্রীলঙ্কা, তিন দেশই লিগ পর্যায়ে ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। ম্যাথিউজকে টাইমড-আউট করার জন্য সাকিবের সমালোচনায় ঝড় উঠে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন মহারথীরাও সাকিবকে ধুয়ে দিয়েছেন। এবার কি তাহলে সাকিব কর্মফলই পেলেন! এই প্রশ্নও তুলছেন নেটিজেনরা।



আরও পড়ুন: Sachin Tendulkar | Afghanistan: আফগানদের অনুরোধ ছিল, ক্লাস নিয়েছেন মাস্টার, গুরুদক্ষিণা কী দিলেন ছাত্ররা?


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)