লজ্জা! করোনা মোকাবিলায় মাত্র এক লাখ অনুদান দিয়েছেন ধোনি- ভুল তথ্য; দাবি সাক্ষীর
সংবাদমাধ্যমের ওপরেই নিজের যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী৷
নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় পুণের একটি সংস্থার মাধ্যমে একশোটি দরিদ্র পরিবারকে ১৪ দিনের জন্য এক লাখ টাকা তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ করোনা মোকাবিলায় যেখানে সবাই কোমর বেঁধে নেমে পড়েছেন সেখানে মাত্র এক লাখ টাকা দেওয়ায় সমালোচনায় বিদ্ধ হয়েছেন ধোনি ৷ সকাল থেকে এই খবর ছড়িয়ে পড়ে৷ প্রাক্তন ভারত অধিনায়ককে নানা কথা শুনতেও হয়েছে এর জন্য ৷ ক্যাপ্টেন কুল বরাবরের মতোই চুপ থেকেছেন৷ কিন্তু আর চুপ থাকতে পারেননি মাহির স্ত্রী সাক্ষী৷ স্বামীর সমালোচনার সব জবাব তিনি উগড়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়৷
টুইট করে তিনি লেখেন, "আমি সমস্ত সংবাদমাধ্যমের কাছে এই সংবেদনশীল সময়ে ভুল খবর না করার জন্য৷ আপনাদের দেখে লজ্জা হয়! অবাক হয়ে যাই কোথায় হারিয়ে গেল দায়িত্বশীল সাংবাদিকতা!"
অর্থাত্ সংবাদমাধ্যমের ওপরেই নিজের যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী৷ তাঁর দাবি ধোনির অনুদান হিসেবে যে মাত্র এক লাখ টাকার কথা বলা হয়েছে, সেই তথ্য সম্পূর্নরূপে ভুল৷ দেশের বিপদের দিনেও কিন্তু বিষয়টি নিয়ে বিতর্ক থেকেই গেল৷
আরও পড়ুন -২১ দিনের লকডাউন; দেশবাসীর কাছে কাতর আবেদন কিং কোহলির