বিশ্বকাপে ওয়ার্নের `হট ফেভারিট` দু`টি দল, বিশ্বকাপ জিততে পারে অস্ট্রেলিয়াও!
২০১৯ সালে বিশ্বকাপ জিততে পারে অস্ট্রেলিয়াও। এমনই মত ওয়ার্নের।
নিজস্ব প্রতিবেদন : চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হারের পর থেকে একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়ার ধারাবাহিকভাবে দুরন্ত পারফর্ম করে চলেছে। ২০১৮ সালে ৯টি সিরিজ জিতেছে। ২০১৯ সালেও অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ পকেটে পুরে নিয়েছে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হারের পর একমাত্র ২০১৮ সালে ইংল্যান্ডে একদিনের সিরিজে হেরেছ ভারত। বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে নিয়ে আসন্ন বিশ্বকাপে আশাবাদী বিশেষজ্ঞরাও। অজি কিংবদন্তি শেন ওয়ার্নও ব্যতিক্রমী নন। বিশ্বকাপে ভারত এবং আয়োজক দেশ ইংল্যান্ডকে 'হট ফেভারিট' বলছেন ওয়ার্ন।
তবে ২০১৯ সালে বিশ্বকাপ জিততে পারে অস্ট্রেলিয়াও। এমনই মত ওয়ার্নের। তাঁর মতে, " আমি সত্যিই বিশ্বাস করি অস্ট্রেলিয়া আবারও বিশ্বকাপ জিততে পারে। ইংল্যান্ডের পরিবেশে উপযোগী ক্রিকেটার এবং ম্যাচ উইনার রয়েছে। যদি নির্বাচকরা তাঁদের কাজটা সঠিকভাবে করেন তাহলেই অজিরা একশো শতাংশ জিতবে বিশ্বকাপ।"
আরও পড়ুন - ভিভ আর ইমরানের মিশ্রন বিরাট কোহলি : রবি শাস্ত্রী