কোন দেশের কোন ব্যাটসম্যান ওয়ার্নের সবথেকে প্রিয়?
পাকিস্তান বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে মাঠে হাজির ছিলেন প্রাক্তন অজি স্পিনার শেন ওয়ার্ন। সেখানেই ধারাভাষ্য দেওয়ার সময় কথা ওঠে, ওয়ার্নের পছন্দের সেরা ব্যাটসম্যানদের নিয়ে। বিশ্বের সব দেশের নাম করে, সেই দেশের সেরা ক্রিকেটারদের নাম বলছিলেন কিংবদন্তি এই স্পিনার। তা, এক ঝলকে দেখে নিন, কোন দেশের কোন ব্যাটসম্যানকে এগিয়ে রাখলেন ওয়ার্ন। আর ভাবুন, ওয়ার্নের এই তালিকার সঙ্গে আপনি একমত কিনা।
ওয়েব ডেস্ক: পাকিস্তান বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে মাঠে হাজির ছিলেন প্রাক্তন অজি স্পিনার শেন ওয়ার্ন। সেখানেই ধারাভাষ্য দেওয়ার সময় কথা ওঠে, ওয়ার্নের পছন্দের সেরা ব্যাটসম্যানদের নিয়ে। বিশ্বের সব দেশের নাম করে, সেই দেশের সেরা ক্রিকেটারদের নাম বলছিলেন কিংবদন্তি এই স্পিনার। তা, এক ঝলকে দেখে নিন, কোন দেশের কোন ব্যাটসম্যানকে এগিয়ে রাখলেন ওয়ার্ন। আর ভাবুন, ওয়ার্নের এই তালিকার সঙ্গে আপনি একমত কিনা।
১) ভারত থেকে ওয়ার্নের সেরা বাজি - সচিন তেন্ডুলকর।
২) ওয়েস্ট ইন্ডিজ থেকে ওয়ার্নের সেরা বাজি - ব্রায়ান লারা।
৩) পাকিস্তান থেকে ওয়ার্নের সেরা বাজি - সঈদ আনোয়ার।
৪) দক্ষিণ আফ্রিকা থেকে ওয়ার্নের সেরা বাজি - জাক কালিস। হ্যানসি ক্রোনিয়ে।
৫) ইংল্যান্ড থেকে ওয়ার্নের সেরা বাজি - গ্রাহাম গুচ।
৬) শ্রীলঙ্কা থেকে ওয়ার্নের সেরা বাজি - অরবিন্দ ডি'সিলভা
৭) নিউজিল্যান্ড থেকে ওয়ার্নের সেরা বাজি - মার্টিন ক্রো।
৮) বাংলাদেশ থেকে ওয়ার্নের সেরা বাজি - মহম্মদ আসরাফুল।
৯) জিম্বাবোয়ে থেকে ওয়ার্নের সেরা বাজি - ডেভ হাউটন।
আরও পড়ুন সামির বলে কীর্তি, ঋদ্ধির উইকেটের পিছনে, আন্টিগা টেস্টে উজ্জ্বল দুই বঙ্গ ক্রিকেটার