ওয়েব ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পরবর্তী চেয়ারম্যান হতে পারেন শরদ পওয়ার। এবছরের জুন মাসেই আইসিসি চেয়ারম্যান নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করতে চলেছে আইসিসি। এবার থেকে চেয়ারম্যান পদে বসতে পারবেন না সদস্য কোনও দেশের ক্রিকেট বোর্ডের কোনও পদাধিকারী। সব ঠিকঠাক চললে নতুন নিয়মে আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হতে পারেন শরদ পওয়ার। বিসিসিআই সূত্রে জানা গেছে লোধা কমিটির সুপারিশ যদি বোর্ডকে মেনে নিতে হয় তাহলে বিপাকে পড়বেন বিসিসিআই ও আইসিসির এই প্রাক্তন সভাপতি। কারন সত্তরোর্ধ এই ক্রিকেট প্রশাসক আর মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতির পদে থাকতে পারবেন না। তাই শশাঙ্ক মনোহর,অনুরাগ ঠাকুররা চাইছেন শরদ পওয়ারকে আইসিসির চেয়ারম্যান পদে নিয়ে যেতে। তবে সবটাই নির্ভর করছে পওয়ারের শারীরিক সক্ষমতার উপর। কারণ এই মূহুর্তে শরদ পওয়ার হাসপাতালে ভর্তি।