এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে এগোলেন শিখর-রোহিত-কুলদীপ
এটাই রোহিতের কেরিয়ারের সেরা ওয়ান ডে র্যাঙ্কিং৷ এশিয়া কাপে ব্যাট হাতে পাঁচ ম্যাচে একটি শতরান সহ রোহিতের সংগ্রহ ৩১৭ রান৷
নিজস্ব প্রতিবেদন : এশিয়া কাপের আসরে দুই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মার দুরন্ত ব্যাটিং। আর সেই পারফরম্যান্সের সৌজন্যে আইসিসি একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২ নম্বরে উঠে এলেন 'হিটম্যান'। অন্যদিকে পাঁচ নম্বরে উঠে এলেন 'গব্বর'।
রবিবার প্রকাশিত আইসিসি-র একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় দুই ধাপ উঠে ২ নম্বরে রোহিত শর্মা। এটাই রোহিতের কেরিয়ারের সেরা ওয়ান ডে র্যাঙ্কিং৷ এশিয়া কাপে ব্যাট হাতে পাঁচ ম্যাচে একটি শতরান সহ রোহিতের সংগ্রহ ৩১৭ রান৷ রোহিত ২ নম্বরে উঠে আসায় ওয়ান ডে ব্যাটসম্যানদের ক্রমতালিকার শীর্ষ দুই স্থান এখন ভারতের দখলে৷ এক নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি৷ এশিয়া কাপে সেরা শিখর ধাওয়ানও ব়্যাঙ্কিংয়ে এগিয়েছেন৷ শিখর ধাওয়ান চার ধাপ উঠে ব়্যাঙ্কিংয়ের এখন ৫ নম্বরে। ইংল্যান্ডের মাটিতে টেস্টে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর সাদা বলের ক্রিকেটে ফিরে পাঁচ ম্যাচে 'গব্বর' দুটি শতরান সহ ৩৪২ রান করেছেন।
ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব আইসিসি একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠেছেন। ওয়ান ডে কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং ৩ নম্বরে উঠে এলেন৷ আফগান স্পিনার রশিদ খান, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ও কুলদীপ যাদব- তিন বোলারই এশিয়া কাপে ১০টি করে উইকেট পেয়েছেন৷ তবে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে বোলারদের শীর্ষস্থানে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরাহ৷ ২ নম্বরে রয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান৷ অন্যদিকে ৬ ধাপ উঠে ওয়ান ডে অলরাউন্ডারদের তালিকায় শাকিবকে সরিয়ে শীর্ষস্থানের দখল করে নিলেন রশিদ খান৷ দুই ও তিনে যথাক্রমে শাকিব আল হাসান ও আফগান ক্রিকেটার মহম্মদ নবি৷