ওয়েব ডেস্ক: পুনম পান্ডে। আরশি খান। ক্রিকেটের সঙ্গে নগ্নতাকে মিশিয়ে এরা হয়ে ওঠেন সোশাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। আইপিএলে কেকেআর জিতলে তিনি নগ্ন হবেন বলে প্রথমবার খবরে এসে বলিউডে ব্রেক পেয়েছিলেন পুনম। আরশি আবার বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে নগ্নতায় শর্ত আরোপ করেছিলেন। যদি ভেবে থাকেন এমনটাই শুধু আমাদের এখানেই হয় তাহলে ভুল ভাবছেন। বেসবল থেকে ফুটবল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ইউরোপ থেকে মার্কিন মুলুক। খেলার সঙ্গে নগ্নতাকে জড়িয়ে জনপ্রিয়তা অর্জন করছেন বেশ কয়েকজন সেলেব্রিটি। এই যেমন সারা আন্ডারউড। বেসবলই হোক বা ফুটবল। কোনও বড় খেলা হলেই সারা ঘোষণা করেন অমুক দল জিতলে তিনি নগ্ন হবে। পুনমরা যেমন ফেসবুক, টুইটারে ঝড় তোলেন, সারা  তোলেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সারার ফলোয়ার সংখ্যা বেশ চোখ পড়ার মত।