ওয়েব ডেস্ক: মুরলি বিজয়ের চোট, সেই কারণেই ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে বিশ্বের এক নম্বর টেস্ট দলে নিজের জায়গা কার্যত পাকা করে ফেললেন 'অলটারনেটিভ' হিসেবে ঢুকে পড়া শিখর ধাওয়ান। অভিনব মুকুন্দের সঙ্গে ওপেনিং করতে এসে গলে টেস্টের প্রথম দিনেই ১৯০ রানের ইনিংস উপহার দিলেন 'গব্বর'। ১৬৮ বলে ৩১ টি চারের সৌজন্যে ধাওয়ানের ব্যাট থেকে এল ১৯০ রান। দ্বিশতরানের শিখরে পৌঁছানো ছিল সময়ের অপেক্ষা। কিন্তু জীবনের প্রথম 'ডবল সেঞ্চুরি' হাঁকানোর একধাপ আগেই নুয়ান প্রদীপের বলে ম্যাথুজের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় দলের বাঁহাতি ওপেনার শিখর। তবে ধাওয়ানের ব্যাটিং দাপটে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ম্যাচের চালক আসনে বসল ভারত। আর ভারতকে ম্যাচের হট সিটে বসাতে শিখরকে সঙ্গত দিলেন 'মিস্টার ডিপেন্ডেবল' চেতেশ্বর পূজারা। ইতিমধ্যেই অর্ধশতারন অর্জন করেছেন 'দ্য ওয়ালের' যোগ্য উত্তরসূরি চেতেশ্বর।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, শিখর ধওয়ান এই নিয়ে তাঁর টেস্ট কেরিয়ারে পাঁচ নম্বর সেঞ্চুরিটি হাসিল করলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এটি শিখর ধাওয়ানের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০১৫ সালের শ্রীলঙ্কা সফরে এই গলেতেই সেঞ্চুরি করেছিলেন 'গব্বর' (১৩৪)।


এই সময়ের স্কোরবর্ড-
ভারত- ২৮২/২           
চেতেশ্বর পূজারা- ৭৫*
বিরাট কোহলি- ১* 


অভিনব মুকুন্দ (১২) এবং শিখর ধাওয়ান (১৯০), ভারতের দুই ওপেনারই নুয়ান প্রদীপের শিকার হয়েছেন।