জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রামে বিরাট কোহলি (Virat Kohli)। দেখতে গেলে গত ১৭ জুলাই ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচেই শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন কোহলি। তবে ক্রিকেট মহলের অনেকেই মনে করেছিলেন যে, ফর্মে ফেরার জন্য় এশিয়া কাপের আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ফিরতে পারেন কোহলি। কিন্তু আসন্ন জিম্বাবোয়ে সফরের জন্য যে, দল বেছে নেওয়া হয়েছে, সেখানে নেই প্রাক্তন ভারত অধিনায়ক! কোহলির অনুপস্থিতি একাধিক ক্রিকেট অনুরাগীরাকেই চমকে দিয়েছিল। জিম্বাবোয়ে সফরে কোহলির সঙ্গে বিশ্রামে রোহিত শর্মাও। তাঁর পরিবর্তে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) হাতে। ধাওয়ান জানালেন যে, কেন কোহলি বিশ্রামে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Sachin Tendulkar: 'মিস্টার তেন্ডুলকর সাহায্য করবেন প্লিজ!' কাতর আবেদন প্রাক্তন উইন্ডিজ তারকার


ধাওয়ান এক সাক্ষাৎকারে কোহিলর বিশ্রামের প্রসঙ্গে কথা বলেছেন, তিনি জানান, 'দেখুন একজন প্লেয়ারকে পারফরম্যান্সের শিখরে যাওযার জন্য তরতাজা হতে হয়। প্লেয়ার যদি ব্যাক-টু-ব্যাক খেলে, তাহলে সে স্বভাবতই মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়বে। মানসিক ভাবে বিশ্রামের প্রয়োজন। আন্তর্জাতিক রোটেশনের কথা মাথায় রেখেই প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হয়। একজন প্লেয়ার সর্বত্র ট্র্যাভেল করলে, সে ক্লান্ত হবেই। দিনের শেষে ক্রিকেটার একজন মানুষ। আমার মনে হয়, উপরের স্তরে যারা রয়েছে, তারা বোঝে পরিকল্পনা অনুযায়ী ব্যালান্স করেন।'


আগামী ২৭ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হবে এশিয়া কাপ। এশিয়ার কাপের হাত ধরেই কোহলি ফিরবেন দেশের জার্সিতে। সম্প্রতি কোহলির প্রত্যাবর্তনের ব্যাপারে পিটিআই এক সূত্রকে উদ্ধৃত করে রিপোর্ট করেছিল। সেখানে লেখা হয়েছিল, 'নির্বাচকদের সঙ্গে বিরাট কথা বলেছেন। এশিয়া কাপ থেকেই ওকে দল নির্বাচনের জন্য ভাবা যাবে। এশিয়া কাপ থেকে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত প্রথম দলের প্লেয়াররা সেভাবে কোনও বিশ্রাম পাবে না। দু'সপ্তাহের উইন্ডো পাওয়া যাবে। উইন্ডিজ সফরের পর বিশ্রাম নেওয়ার সুযোগ রয়েছে।' আইপিএল থেকে শুরু করে দেশের হয়ে সব ফরম্যাটেই বিরাটের ব্যর্থতা অব্যাহত। রান তুলতে কার্যত নাস্তানাবুদ হচ্ছেন বিরাট। দেখতে গেলে প্রায় তিন বছর হতে চলল, ছন্দে নেই বিরাট।  ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে শেষবার টেস্টে শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট। তারপর থেকেই তিন অঙ্কের রান অধরা কোহলির।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)